ভর্তি হয়েছিল পেটে ব্যথা নিয়ে, দেওয়া হল সাপে কামড়ানোর ইঞ্জেকশন! মৃত্যু বালকের

তার বাবার অভিযোগ, চিকিৎসকদের পেটে ব্যাথা হওয়ার কথা জানলেও , চিকিৎসকরা বলেন সাপে কামড়েছে। এরপর ছেলেকে বেশ কয়েকটি ইঞ্জেকশন দিয়ে দেন চিকিৎসক। 

Updated By: Aug 22, 2019, 12:18 PM IST
ভর্তি হয়েছিল পেটে ব্যথা নিয়ে, দেওয়া হল সাপে কামড়ানোর ইঞ্জেকশন! মৃত্যু বালকের

নিজস্ব প্রতিবেদন:  পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল দশ বছরের ছেলে। তাকে দেওয়া হল সাপে কামড়ানোর ইনজেকশন। তার জেরে মৃত্যু হল বালকের। এমনই অভিযোগ পরিবারের। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতের নাম দেব মাল।

 

 চতুর্থ শ্রেণির ছাত্র দেবের বাড়ি বীরভূমের নলহাটি থানার গোঁসাইপুর গ্রামে। কয়েকদিন ধরেই পেটে ব্যথায় ভুগছিল সে। বুধবার রাতে যন্ত্রণা বাড়ায় তাকে প্রথমে লোহাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

অন্তঃসত্ত্বার রক্তের গ্রুপ ‘o+’ , তাঁকে দেওয়া হল ‘A+’! মৃত্যু হল গর্ভস্থ আট মাসের সন্তানের

তার বাবার অভিযোগ, চিকিৎসকদের পেটে ব্যাথা হওয়ার কথা জানলেও , চিকিৎসকরা বলেন সাপে কামড়েছে। এরপর ছেলেকে বেশ কয়েকটি ইঞ্জেকশন দিয়ে দেন চিকিৎসক। তার মৃত্যু হয় দেবের। বিষয়টি জানিয়ে হাসপাতালের এমএসভিপির কাছে অভিযোগ জানিয়েছেন মৃত বালকের বাবা নাগর মাল। চিকিত্সার গাফিলতির অভিযোগ তুলছে পরিবার। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

 

.