বীরভূমে ফের তৃণমূল নেতার দাদাগিরি, ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ পুলিসেরই!
বীরভূম জেলা পুলিস সুপার কুনাল আগারওয়াল ঘটনাটি সত্যতা স্বীকার করেছেন। এবং এই ঘটনার তদন্ত করা দেখা হচ্ছে বলেও জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন: মহম্মদ বাজারে পুলিসের নো এন্ট্রি বোর্ড সরিয়ে দেবার অভিযোগ তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে, এলাকায় উত্তেজনা। মহম্ম বাজারের ডাউন থেকে সাঁইথিয়া যাবার রাস্তা চার মাস ধরে ভারি যানবাহন চলাচলে নো এন্ট্রি করা হয়েছে পুলিসের পক্ষ থেকে। ফলে সেখান থেকে কোনও মাল বোঝাই গাড়ি সাঁইথিয়ার দিকে যেতে দেওয়া হচ্ছে না। যার ফলে সিউড়ি হয়ে পাথর বোঝাই লরিকে যেতে হচ্ছে। এতে ক্ষুব্ধ লরি ও ডাম্পার মালিকরা। মঙ্গলবার বিকেলে তৃণমূলের মহঃ বাজার ব্লক সভাপতি তাপস সিনহার নেতৃত্বে বেশ কিছু লোক নো এন্ট্রি বোর্ড সরিয়ে দেয় বলে অভিযোগ। এবং বেশ কয়েকটি পাথর বোঝাই ডাম্পারকে ঐ রাস্তায় যাবার রাস্তা করে দেওয়া হয় বলেও সূত্রের খবর।
আরও পড়ুন- শীতের শুরুতেই কর্মীদের চাঙ্গা করতে বিধানসভা অভিযানের ডাক বিজেপি কিশান মোর্চার
সেই সময় ঘটনাস্থলে অল্প সংখ্যক পুলিস ও সিভিক ভলেন্টিয়ার উপস্থিত থাকলেও তাঁরা বাধা দিতে পারেননি। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে বাহিনী নিয়ে এসে পৌঁছয় মহঃ বাজার থানার ওসি মাধব মণ্ডল। ততক্ষণে তাপস বাবু সেখানে থেকে চলে যান। জোর করে নো এন্ট্রি বোর্ড সরিয়ে দিয়েছেন তাপস বাবু, এমনই অভিযোগ পুলিসের। যদিও এই নো এন্ট্রি বোর্ড সরিয়ে দেবার কথা অস্বীকার করেছেন তাপস সিনহা। তিনি বলেন মহঃ বাজার-সাঁইথিয়া রাস্তায় নো এন্ট্রির ফলে পাথর শিল্পে লোকসান হচ্ছে। ট্রাক ও ডাম্পার মালিকরা ভীষণ ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। নো এন্ট্রি বোর্ড তুলে নেবার জন্য জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরীকে অনুরোধ করা হয়েছে। পুলিসের পক্ষ থেকে জানা গেছে পুলিস ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এই নো এন্ট্রি বোর্ড লাগানো হয়েছে।
আরও পড়ুন- কেষ্ট বচন: মস্তানি করলে পাল্টা মস্তানি দেখিয়ে দেব
বীরভূম জেলা পুলিস সুপার কুনাল আগারওয়াল ঘটনাটি সত্যতা স্বীকার করেছেন। এবং এই ঘটনার তদন্ত করা দেখা হচ্ছে বলেও জানিয়েছেন।