মুক্তি পেলেন সিবিআই আধিকারিকরা, রাজীবকে জেরা হবেই জানালেন সিবিআই কর্তা

সিবিআই সূত্রে জানা গিয়েছে, এদিন বাধা পেলেও রাজীব কুমারকে জেরার অভিযান জারি রাখবে তারা। দরকারে আধাসেনা নিয়ে অভিযানে নামবে সিবিআই। 

Updated By: Feb 3, 2019, 09:44 PM IST
মুক্তি পেলেন সিবিআই আধিকারিকরা, রাজীবকে জেরা হবেই জানালেন সিবিআই কর্তা

নিজস্ব প্রতিবেদন: সারদা তদন্তে পুলিসি বাধার অভিযোগ তুলে আগামিকালই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে সিবিআই। রবিবার রাতে পুলিস - সিবিআই সংঘাতের পর এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে। তাছাড়া আজকের ঘটনা নিয়ে দিল্লির আদালতে কলকাতা পুলিসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছে সিবিআই। 

ওদিকে রাত সওয়া ন'টা নাগাদ এদিন শেক্সপীয়র সরণি থানা থেকে ছেড়ে দেওয়া হয় সিবিআই আধিকারিকদের। এক সিবিআই আধিকারিক জানিয়েছেন, সমস্ত বৈধ নথি থাকা সত্বেও আমাদের আটকে রাখা হয়। থানায় পুলিসি নিরাপত্তা দাবি করলেও তা দিতে অস্বীকার করা হয়।   

মেট্রো চ্যানেলে ধরনায় বসলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে সিপি রাজীব কুমারও

সিবিআই এর ডেপুটি কমিশনার পঙ্কজ শ্রীবাস্তব জানিয়েছেন, এদিন রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। জিজ্ঞাসাবাদে কলকাতার পুলিস কমিশনার অসহযোগিতা করলে তাঁকে নিয়ম মেনে গ্রেফতারও করা হতে পারত। 

সিবিআই সূত্রে জানা গিয়েছে, এদিন বাধা পেলেও রাজীব কুমারকে জেরার অভিযান জারি রাখবে তারা। দরকারে আধাসেনা নিয়ে অভিযানে নামবে সিবিআই। 

ওদিকে রবিবার রাতে সিজিও কমপ্লেক্সের দখল নিয়েছে আধাসেনা। ১৮ জন আধাসেনার জওয়ান সারা রাত সিজিও কমপ্লেক্স পাহারা দেবেন বলে জানা গিয়েছে। 

.