কম্পিউটারের সমস্যায় অ্যাপ ডাউনলোড, লিলুয়ার কলসেন্টারের আড়ালে ব্রিটেনের প্রতারণা চক্র
কিন্তু, টাকা সরাসরি প্রতারকদের অ্যাকাউন্টে ঢুকত না। চলে যেত চিন।
![কম্পিউটারের সমস্যায় অ্যাপ ডাউনলোড, লিলুয়ার কলসেন্টারের আড়ালে ব্রিটেনের প্রতারণা চক্র কম্পিউটারের সমস্যায় অ্যাপ ডাউনলোড, লিলুয়ার কলসেন্টারের আড়ালে ব্রিটেনের প্রতারণা চক্র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/23/276645-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: কলসেন্টারের আড়ালে প্রতারণা। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আন্তর্জাতিক প্রতারণা চক্রের ২৩ সদস্যকে। লিলুয়ার কোনা থানা এলাকায় বসে গ্রেট ব্রিটেনে প্রতারণার জাল ছড়ায় চক্রের পাণ্ডারা। পুলিস সূত্রের খবর, রাহুল সিং নামে এক ব্যক্তি চক্রের মূল পাণ্ডা। সেই কলসেন্টার খুলে প্রতারণার জাল ছড়ায়।
আরও পড়ুন: কর্মী ছাঁটাই নয়, বিকল্প পথ খুঁজে কর্মীদের ঠিক সময়ে বেতন দিচ্ছে কর্তৃপক্ষ
জানা যাচ্ছে, দু হাজার স্কোয়ার ফিটের অফিসে চলত গোটা চক্র। বিদেশের কয়েকজনকে চিহ্নিত করা হত। ফোন করে জানতে চাওয়া হত,কম্পিউটার-ল্যাপটপে কোনও সমস্যা আছে কিনা। কেউ সমস্যার কথা জানালে, নির্দিষ্ট একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হত। একবার গ্রাহক তা করলেই তাঁর কম্পিউটারের নিয়ন্ত্রণ চলে আসত প্রতারকদের হাতে।
এরপর ফাঁকা করে দেওয়া হত গ্রাহকদের অ্যাকাউন্ট। কিন্তু, টাকা সরাসরি প্রতারকদের অ্যাকাউন্টে ঢুকত না। চলে যেত চিন। সেখান থেকে হাওয়ালার মাধ্যমে টাকা এদেশে আসত। রাহুলের দুই অংশীদার অঙ্কিত কেশরী ও লোকনাথ শর্মাকেও গ্রেফতার করা হয়েছে।