সম্পত্তি নিয়ে বিবাদ, কাকিমাকে কুপিয়ে খুন ভাইপোর
পরিবার সূত্রে খবর কাকা-কাকিমার সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল অভিযুক্ত ভাইপো ভাস্কর দাসের। নিত্যনতুন সমস্যা লেগেই থাকত।
![সম্পত্তি নিয়ে বিবাদ, কাকিমাকে কুপিয়ে খুন ভাইপোর সম্পত্তি নিয়ে বিবাদ, কাকিমাকে কুপিয়ে খুন ভাইপোর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/15/316378-sdsc.jpg)
নিজস্ব প্রতিবেদন: সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের বলি এক। নিজের ভাইপোর হাতেই খুন কাকিমা। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলের নিমতলা দাসপাড়ায়। অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঠিক কী হয়েছিল? পরিবার সূত্রে খবর কাকা-কাকিমার সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল অভিযুক্ত ভাইপো ভাস্কর দাসের। নিত্যনতুন সমস্যা লেগেই থাকত।
পরিবার সূত্রে খবর, বুধবার বাড়িতে একাই ছিলেন কাকিমা সুজাতা দাস। অভিযোগ, সে সময়ই ভারী কিছু দিয়ে আঘাত করে তাঁকে খুন করে ভাইপো ভাস্কর। এরপর বাড়ি ফিরে স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার করেন স্বামী। ঘটনার তদন্ত শুরু করেছে নাজিরগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিস। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।