Weather Update: পরপর পশ্চিমী ঝঞ্ঝায় বাধা শীতে! পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা কি আদৌ পড়বে?
Weather Update: বিকেল পর্যন্ত অবাধে বইবে উত্তুরে হাওয়া। ফলে দিনের তাপমাত্রা তেমন বাড়তে পারবে না। আজ রাতে সামান্য তাপমাত্রা বাড়তে পারে। কাল থেকে বুধবারের মধ্যে কিছুটা বাড়বে তাপমাত্রা। পৌষ সংক্রান্তি এবং তার পর শীতের আমেজ কমবে। তারপর মাঘ মাসে আর জাঁকিয়ে শীত ফিরবে কিনা তানিয়ে সংশয়ে আছেন আবহাওয়াবিদরা।
অয়ন ঘোষাল: আরও নামল রাতের পারদ। ১৩.৬ থেকে নেমে কলকাতায় রাতের পারদ ১৩.২। স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি নিচে রাতের পারদ। স্বাভাবিকের তুলনায় আড়াই ডিগ্রি কম দিনের পারদ। রবিবার থেকে ঊর্ধ্বমুখী পারদ। ফের পশ্চিমী ঝঞ্ঝা আজ। আটকে যাবে উত্তুরে হাওয়া। সোমবার দার্জিলিংয়ে উঁচু এলাকায় তুষারপাতের সম্ভবনা।
সোমবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। উত্তর ও দক্ষিণবঙ্গের দু চার জেলায় হালকা মাঝারি কুয়াশা। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় বাধা শীতে। পৌষ সংক্রান্তির আগে আজ ১০জানুয়ারি উত্তর-পশ্চিম ভারতের ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। পৌষ সংক্রান্তির জাঁকিয়ে শীতে কাঁটা হতে পারে এই ঝঞ্ঝা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে আজ ১০ই জানুয়ারি। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। ঘূর্ণাবর্ত আসামের সংলগ্ন এলাকায়। এছাড়াও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তামিলনাড়ু উপকূল সংলগ্ন এলাকায় রয়েছে আরো দুটি ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গে
আজও শীতের জমাট আমেজ। আজ হালকা কুয়াশার সম্ভাবনা দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায়। সকালের দিকে পশ্চিম বর্ধমান ও বীরভূম মুর্শিদাবাদে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। আগামী সোমবার হালকা বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং এর উত্তরের পার্বত্য এলাকায়। সেদিন উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে। আজ কুয়াশার হালকা সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে।
আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: দায়িত্বের প্রতি সজাগ থাকুন ধনু, ব্যবসায় উন্নতি কন্যার...
কলকাতা
বিকেল পর্যন্ত অবাধে বইবে উত্তুরে হাওয়া। ফলে দিনের তাপমাত্রা তেমন বাড়তে পারবে না। আজ রাতে সামান্য তাপমাত্রা বাড়তে পারে। কাল থেকে বুধবারের মধ্যে কিছুটা বাড়বে তাপমাত্রা। পৌষ সংক্রান্তি এবং তার পর শীতের আমেজ কমবে। তারপর মাঘ মাসে আর জাঁকিয়ে শীত ফিরবে কিনা তানিয়ে সংশয়ে আছেন আবহাওয়াবিদরা।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ১৩.৬ থেকে কমে ১৩.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২.২ থেকে সামান্য বেড়ে ২২.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৫ থেকে ৯৪ শতাংশ।
ভিনরাজ্যে
অতিঘন কুয়াশার সতর্কতা রাজধানী দিল্লিতে। অতিঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় এবং উত্তরপ্রদেশে। সেক্ষেত্রে কুম্ভ মেলায় আগত লাখো পূন্যার্থীকে ঘন কুয়াশার চাদরে পূণ্য স্নান সারতে হবে বলে অনুমান। হিমাচল প্রদেশ বিহার মধ্যপ্রদেশ ঝাড়খন্ড এবং উড়িষ্যাতেও ঘন কুয়াশার সতর্কতা। ঘন কুয়াশা আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতে। শৈত্য প্রবাহের পরিস্থিতি পাঞ্জাব হিমাচল প্রদেশ জম্মু-কাশ্মীর লাদাখ এবং পাঞ্জাব ও পশ্চিম রাজস্থানে। হিমাচল প্রদেশে গ্রাউন্ড ফ্রস্ট এর পরিস্থিতি তৈরি হবে। শীতল দিনের পরিস্থিতি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের কিছু অংশে।
শনি ও রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু পন্ডিচেরি গড়াই কাল এবং কেরল ও মাহেতে। শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সম্ভাবনা পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় উত্তরপ্রদেশে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)