গভীর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা, বাইক-লরির মুখোমুখী সংঘর্ষে নিহত ৩
প্রত্যক্ষদর্শীদের দাবি তিনজনের মাথাতেই হেলমেট ছিল না
![গভীর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা, বাইক-লরির মুখোমুখী সংঘর্ষে নিহত ৩ গভীর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা, বাইক-লরির মুখোমুখী সংঘর্ষে নিহত ৩](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/10/08/146160-2.jpg)
নিজস্ব প্রতিবেদন: গভীর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা। কুলটিতে বাইকের সঙ্গে লরির মুখোমুখী সংঘর্ষে নিহত তিন যুবক।
আরও পড়ুন-মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিসগঢ়ের ক্ষমতা হাতছাড়া হচ্ছে বিজেপির, আভাস সমীক্ষার
সোমবার একটি বাইকে চড়ে কুলিট থেকে আসানসোলের দিকে আসছিলেন তিন যুবক। অন্যদিকে নিয়ামত পর থেকে বরাকরের দিকে যাচ্ছিল একটি লরি। পুলিস জানিয়েছে, কুলটি নিউ রোডের কাছে বাইক ও লরিটির মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। প্রবল ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন তিনজনই। প্রত্যক্ষদর্শীদের দাবি তিনজনের মাথাতেই হেলমেট ছিল না।
আরও পড়ুন-দাদাদের পর এশিয়া কাপে চ্যাম্পিয়ন অনুর্ধ্ব ১৯ ভারত
আচমকা এই দুর্ঘটনায় ঘটনাস্থলে এলাকার লোকজন জমা হয়ে যায়। তারাই বাইক আরোহীদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পরই এলাকার মানুষজন প্রবল বিক্ষোভ শুরু করেন। তাদের বক্তব্য এলাকায় লরি চলাচলে পুলিসের কোনও নিয়ন্ত্রণ নেই। এর জন্যই দুর্ঘটনা।