Malda | Sabitri Mitra: তাড়া করে ধাক্কা দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন মানিকচকের বিধায়ক

Malda | Sabitri Mitra:  বিধায়কের দাবি সন্দেহভাজন গাড়িটি প্রথমে তাঁর গাড়িকে সামনে থেকে ধাক্কা মারে। পরে ঘুরে এসে পেছন থেকে ফলো করতে থাকে

Updated By: Feb 1, 2025, 11:47 PM IST
Malda | Sabitri Mitra: তাড়া করে ধাক্কা দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন মানিকচকের বিধায়ক

রণজয় সিংহ: অল্পের জন্যে রক্ষা পেলেন মানিকচকের বিধায়ক সাবিত্রি মিত্র। শনিবার রাত দশটা নাগাদ মালদহ মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে সাবিত্রি মিত্রের গাড়িকে সামনে থেকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি গাড়ি। বিধায়ক কোনওমতে একটি এলাকায় ঢুকে পড়ে ওই গাড়িটিকে এড়িয়ে যেতে সমর্থ হন।

আরও পড়ুন-দুর্গার পর এবার সরস্বতী, বাংলাদেশে মন্দিরে ঢুকে প্রতিমাকে ধাক্কা মেরে ভাঙল যুবক

সন্দেহজনক গাড়িটি সামনে থেকে ধাক্কা দেওয়ার পর কোনো মতে বিধায়কের গাড়ির চালকের তৎপরতায় গাড়িটিকে পাস কাটিয়ে বেরিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ করেই ওই সন্দেহ জনক গাড়িটি আবার ঘুরে এসে পেছন থেকে সাবিত্রি মিত্রের গাড়িকে ফলো করতে থাকে। পরিস্থিতি সন্দেহজনক বুঝতে পেরে সাবিত্রি মিত্র জনবসতি এলাকাতে নিজের গাড়িটি দাঁড় করিয়ে মানিকচক থানা এবং মিলকি পুলিস ফাঁড়িতে খবর দেন। সন্দেহজনক গাড়িটির খোঁজে পুলিস তল্লাশী চালাচ্ছে।

সাবিত্রি মিত্র বলেন, মানিকচকে একটি বড় খেলা ছিল। সেখানে কাজ সেরে ফিরছিলাম। ধরমপুরের কাছে একটি গাড়ি আমাদের গাড়িকে প্রচণ্ড জোরে সামনে থেকে ধাক্কা মারে। আমাদের ড্রাইভার কোনওরকমে আমাকে বাঁচিয়ে দেয়। তারপরে দ্বিতীয়বার দেখি সেই গাড়িটি আমার পেছনে চলে এসেছে। আজ একটা বড় ঘটনা ঘটে যেতে পারত। আমার ৪০ বছরের অভিজ্ঞতা থেকে বলছি ওরা অনেক বেশি ট্রেন্ড ছিল। আমি আমার এলাকার দিকে চলে যাই। আমাদের আইসি ও এসপি সাহেব তত্পরতার সঙ্গে আমাকে বের করে দিয়েছেন। ওরা গাড়িটিকে খোঁজাখুঁজি করেছে। গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা পুলিসকে দিয়েছি। এরকম জীবনে কখনও হয়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.