Canning: আমাকে বাঁচান স্যার! জ্যান্ত কেউটে সাপ হাতে হুড়মুড়িয়ে চিকিত্সকের চেম্বারে যুবক...

Canning: মশারি টাঙিয়ে ঘুমাতে গিয়ে বিপত্তি। পায়ের আঙুলে ছোবল দিল বিষাক্ত কেউটে

Updated By: Feb 13, 2025, 08:25 AM IST
Canning: আমাকে বাঁচান স্যার! জ্যান্ত কেউটে সাপ হাতে হুড়মুড়িয়ে চিকিত্সকের চেম্বারে যুবক...

প্রসেনজিত্ সরদার: জীবন্ত সাপ নিয়ে হুড়মুড়িয়ে হাসপাতালে ঢুকে পড়ল এক যুবক। ঘটনাটি ঘটেছে ক্যানিং মহকুমা হাসপাতালে। এমন ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জীবন্ত সাপ দেখতে হাজীর হন রোগী ও রোগীর পরিবার পরিজনেরা।

আরও পড়ুন-জেলায় জেলায় নামবে পারদ; তালিকায় নেই কলকাতা, গরম নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ক্যানিং মহকুমা হাসপাতালে জরুরী বিভাগে কর্মরত ছিলেন ডাঃ সমরেন্দ্র নাথ রায়। সেই সময় উত্তর ২৪ পরগনা জেলার সন্দেখালি থানার সরবেড়িয়ার ৯ নম্বর এলাকার যুবক পালান সরদার হাতে জীবন্ত কেউটে সাপ নিয়ে হন্তদন্ত হয়ে হাজির হন ক্যানিং মহকুমা হাসপাতালের জরুরী বিভাগে। চিকিৎসকের কাছে অনুরোধ করেন ,স্যার আমাকে বাঁচান। বিছানা করে মশারি টাঙিয়ে ঘুমাতে যাচ্ছিলাম,সেই সময় আমার বাম পায়ে কেউটে সাপ কামড় দেয়। সাপ ধরে নিয়ে এসেছি।

কর্তব্যরত সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ রায় যুদ্ধকালীন তৎপরতায় ওই যুবকের চিকিৎসা শুরু করেন। তাকে পর্যাপ্ত পরিমাণ সাপে কামড়ানো প্রতিষেধক দেওয়া হয়। ঘটনা প্রসঙ্গে আক্রান্ত যুবক জানিয়েছেন,মশারির এক কোণে কেউটে সাপটি সাপটি  লুকিয়েছিল। আচমকা বাম পায়ে কামড় দেয়। সাপ ধরে সোজা হাসপাতালে চলে আসি।’

ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ রায় জানিয়েছেন, ‘সাপে কামড়ানোর সাথে সাথে ওই যুবক সময় নষ্ট না করে হাসপাতালে আসায় চিকিৎসা করতে সুবিধা হয়েছে। তবে এক্ষেত্রে সাপ ধরে কিংবা মেরে আনা উচিত নয়। কারণে সাপ ধরতে গেলে দ্বিতীয়বার কামড় দিতে পারে। সেক্ষেত্রে বিষের মাত্রাও বাড়বে। বিপদ হতে পারে।’

তিনি আরো বলেন,গরমের পড়তেই চলতি বছরের প্রথম থেকেই শুরু হয়েছে কেউটের দাপট। সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। কারণ সাপের উপদ্রব বাড়বে। সেক্ষেত্রে কামড়ের ঘটনা ঘটবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.