Rape: 'অপহরণে'র পর দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে কুকর্ম পড়শি যুবকের!
নাবালিকাকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালায় প্রতিবেশী যুবক।
![Rape: 'অপহরণে'র পর দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে কুকর্ম পড়শি যুবকের! Rape: 'অপহরণে'র পর দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে কুকর্ম পড়শি যুবকের!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/04/21/373128-minorrape.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ফের নাবালিকা ধর্ষণ। এবার মুর্শিদাবাদে। দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কামালপুরে। কিশোরীর পরিবারের দাবি, দশম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালায় প্রতিবেশী যুবক। তাদের মেয়েকে ধর্ষণ করে অভিযুক্ত। এমনকি ঘটনার কথা কাউকে বললে, কিশোরীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
অভিযুক্ত যুবকের নাম রশিদ। অভিযুক্ত যুবকের বাড়ি সামসেরগঞ্জের নতুন শিবনগর এলাকায়। এই ঘটনায় সামসেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক রশিদকে গ্রেফতার করেছে পুলিস।
Malda Gang Rape: বাড়ি থেকে তুলে নিয়ে নাবালিকাকে 'গণধর্ষণ' মালদায়? বিস্ফোরক অভিযোগ মায়ের
Cooch Behar: ৪ বছরের শিশুর জামা ছিঁড়ে, মুখে বালি পুরে, গাছে বেঁধে রাখল যুবক!
Maynaguri: 'বৌদি ছেলে-মেয়ে নিয়ে চলে যায়,' বাবার কাছে আসতে বাধা মায়ের, পরিণতি মর্মান্তিক