ক্লাসরুমে পেন হাতে মনের কথা লিখছে হনুমান! দেখুন সেই ভিডিও
রোল কল হয়নি।হোমওয়ার্কও দেওয়া হয়নি। আছে পানিসমেন্টের ভয়ও। তারপরেও পড়ার জন্য এমন জেদ?
![ক্লাসরুমে পেন হাতে মনের কথা লিখছে হনুমান! দেখুন সেই ভিডিও ক্লাসরুমে পেন হাতে মনের কথা লিখছে হনুমান! দেখুন সেই ভিডিও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/09/18/141977-hanu-7.jpg)
নিজস্ব প্রতিবেদন: ক্লাসরুমে মনোযোগী পড়ুয়া। অতি যত্ন করে উল্টেপাল্টে দেখছে বইখাতা পেন্সিল। অথচ তাকে দেখেই কিনা ভয়ে সিঁটিয়ে শিক্ষক। শুধু শিক্ষকই নন, মনোযোগী পড়ুয়াকে দেখে পালাচ্ছে বাকিরাও। হৈ হৈ কাণ্ড ক্লাসরুমে। কারণ পড়তে হাজির স্বয়ং হনুমান। মন দিয়ে, যত্ন নিয়ে। বইখাতা পেন পেন্সিল সবটা খুঁটিয়ে দেখে নেওয়া।
নাই বা থাকুক পারমিশন। না-ই থাকতে পারে ইউনিফর্ম, তবু ইচ্ছে যখন হল...তখন কী আর এমনি এমনি চলে যাওয়া যায়।তাই সময় নিয়ে বিষয়টা একটু বিষদে দেখে নেওয়া আর কী..।
পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি অর্জুনপল্লি জ্ঞান মন্দির উচ্চ বিদ্যালয়। পড়ুয়ারা যখন ছুটির জন্য মুখিয়ে , তখন হনুমান বাবাজি অন্যমুডে। ক্লাস থেকে বের হওয়ায় কোনও ইচ্ছাই নেই। তাই অগত্যা খবর দেওয়া হয় কলাইকুন্ডা বিট হাউসে।
রোল কল হয়নি।হোমওয়ার্কও দেওয়া হয়নি। আছে পানিসমেন্টের ভয়ও। তারপরেও পড়ার জন্য এমন জেদ? অনেকদিন বাদেই দেখা গেল। মজা করে বলছেন শিক্ষকদের অনেকেই।