দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থায় গ্রেফতার প্রধান শিক্ষক
নির্যাতিতা শিশুকন্যার বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে বুধবারই অভিযুক্ত চন্দন দত্তকে গ্রেফতার করেছে রানিগঞ্জ থানার পুলিস। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।
ওয়েব ডেস্ক: দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের জেকে নগরের।
ছাত্রীর পরিবারের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই স্কুলে ছাত্রীকে যৌন হেনস্থা করছেন প্রধান শিক্ষক চন্দন দত্ত। বুধবার স্থানীয় নিমচা ফাঁড়ির দ্বারস্থ হন ওই শিশুর বাবা মা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা।
নির্যাতিতা শিশুকন্যার বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে বুধবারই অভিযুক্ত চন্দন দত্তকে গ্রেফতার করেছে রানিগঞ্জ থানার পুলিস। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।
ছাত্রীর পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে স্কুলে যৌন হেনস্থার শিকার হচ্ছিল সে। সম্প্রতি পড়শি এক সমবয়সীকে গল্পের ছলে সেই কথা জানায় সে। এর পরই বিষয়টি নির্যাতিতার মা-কে জানান ওই বান্ধবীর মা। ঘটনার কথা জেনে ছাত্রীর অভিভাবকরা স্কুলে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে গেলে সাক্ষাত্ মেলেনি বলে অভিযোগ। এর পরই থানার দ্বারস্থ হন তাঁরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শিশুটি জানিয়েছে স্কুল চলাকালীন আড়ালে নিয়ে গিয়ে তার গোপনাঙ্গ স্পর্শ করতেন প্রধান শিক্ষক। পুলিস অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের ৮ নম্বর ধারায় মামলা রুজু করেছে। এই আইনে ন্যূনতম সাজা ৩ বছর।