তৃণমূল কর্মীর অধীর মাইতি খুনে দোষী সাব্যস্ত দলেরই প্রাক্তন কাউন্সিলর শম্ভুনাথ কাউ

মামলায় সাক্ষ্যপ্রমাণের অভাবে দেবাশিস সরকার নামে এক অভিযুক্তকে বেকসুর খালাস করেছে আদালত। তাঁর বিরুদ্ধে শম্ভুনাথকে খুনের পর পালাতে সাহায্য করার অভিযোগ ছিল। এছাড়া ঘটনায় ২ অভিযুক্ত এখনো পলাতক। 

Updated By: Mar 29, 2018, 07:21 PM IST
তৃণমূল কর্মীর অধীর মাইতি খুনে দোষী সাব্যস্ত দলেরই প্রাক্তন কাউন্সিলর শম্ভুনাথ কাউ

নিজস্ব প্রতিবেদন: তৃণমূলকর্মী অধীর মাইতি খুনে গ্রেফতার হলেন কলকাতা পুরসংস্থার প্রাক্তন কাউন্সিল শম্ভুনাথ কাউ। বৃহস্পতিবার ওই মামলায় শম্ভুনাথ-সহ ৭ জনকে দোষী সাব্যস্ত করে আলিপুর আদালত। 

অধীর মাইতি ওরফে গুলে পচা খুনে শম্ভুনাথ-সহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল পুলিস। ঘটনায় মোট ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। এর পর বৃহস্পতিবার শম্ভুনাথকে ৪টি ধারায় দোষী সাব্যস্ত করেন বিচারক। সম্ভবত সোমবার শম্ভুনাথ-সহ অন্য অপরাধীদের সাজা ঘোষণা করবে আদালত। 

সঞ্জয় রায়ের মৃত্যুতে অ্যাপোলো হাসপাতালের ২ চিকিত্সকের রেজিস্ট্রেশন বাতিল

মামলায় সাক্ষ্যপ্রমাণের অভাবে দেবাশিস সরকার নামে এক অভিযুক্তকে বেকসুর খালাস করেছে আদালত। তাঁর বিরুদ্ধে শম্ভুনাথকে খুনের পর পালাতে সাহায্য করার অভিযোগ ছিল। এছাড়া ঘটনায় ২ অভিযুক্ত এখনো পলাতক। 

২০১৩ সালের ২০ মার্চ মাঠপুকুরে জমি দখলকে কেন্দ্র করে বিবাদের জেরে খুন হন স্থানীয় তৃণমূল নেতা অধীর মাইতি। অভিযোগ, অধীরকে খুন করেছেন স্থানীয় কাউন্সিলর শম্ভুনাথ কাউ। ঘটনার পর বেপাত্তা হয়ে যান শম্ভুনাথ। প্রায় ১৫ দিন বেপাত্তা থাকার পর ৫ এপ্রিল উত্তর প্রদেশে বালিয়া থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিস।   

.