সোনায় সোহাগা সুন্দরবনে, ক্যামেরার সামনে পোজ রয়্যাল বেঙ্গল টাইগারের
বাঘকে জঙ্গল থেকে বেরিয়ে নদীর পাড়ে ঘোরাঘুরি করতে দেখে আপ্লুত পর্যটকরাও।
![সোনায় সোহাগা সুন্দরবনে, ক্যামেরার সামনে পোজ রয়্যাল বেঙ্গল টাইগারের সোনায় সোহাগা সুন্দরবনে, ক্যামেরার সামনে পোজ রয়্যাল বেঙ্গল টাইগারের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/01/12/301358-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: এ যেন একেবারে সোনায় সোহাগা। ফের সুন্দরবনে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। হেতাল বন থেকে বেরিয়ে গায়ে রোদ মেখে সে জলে নামল। তারপর ক্যামেরার সামনে একটু তাকিয়ে জল খেয়ে খাঁড়ি পেরিয়ে পুনরায় গন্তব্যে ফেরা। বাঘকে জঙ্গল থেকে বেরিয়ে নদীর পাড়ে ঘোরাঘুরি করতে দেখে আপ্লুত পর্যটকরাও।
আরও পড়ুন: ঘর ভাড়া পেতে দম্পতির হেনস্থা, চুঁচড়ার লজে বিক্ষোভ বাম ছাত্র যুব মহিলাদের
এমন দৃশ্য বিরলই বলা যায় সুন্দরবনে। যদিও দিনকয়েক আগেই দোবাঁকি জঙ্গলের কাছাকাছি তিন তিনটে বাঘের একসঙ্গে দেখা পেয়েছিলেন পর্যটকরা। এরপর ফের দক্ষিণরায়ের দর্শন মিলল। কুয়াশাঘেরা ম্যানগ্রোভ অরণ্য থেকে বেরিয়ে এলেন বাঘবাবাজি। অভিজাত প্রাণীটির দেখা পেয়ে ছুটির আনন্দ দ্বিগুণ হল পর্যটকদের।