মা বলতে হলে ভারত মাতাকে বলব, অন্য কাউকে নয়, পাল্টা Suvendu
নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা শুভেন্দু অধিকারীর।
![মা বলতে হলে ভারত মাতাকে বলব, অন্য কাউকে নয়, পাল্টা Suvendu মা বলতে হলে ভারত মাতাকে বলব, অন্য কাউকে নয়, পাল্টা Suvendu](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/19/296684-suvendumedinipur.jpg)
নিজস্ব প্রতিবেদন: তখনও শুভেন্দু অধিকারী খাতায়-কলমে তৃণমূল বিধায়ক। তবে দলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। গত ২৯ নভেম্বর সাতগাছিয়ার সভায় শুভেন্দুকে বিঁধেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বলেছিলেন,'তৃণমূল কংগ্রেস সকলের মা। মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করলে কোনও ছাড় নেই।' সেই আক্রমণের জবাব শনিবার মেদিনীপুরে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপিতে যোগদানের পর তিনি জানিয়ে দিলেন, নিজের মা ও ভারত মাতা ছাড়া আর কেউ তাঁর মা নন।
এ দিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন,'বলছে মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। বলুন তো মা কে? যিনি জন্ম দিয়েছেন, যিনি গর্ভধারিণী। আমার মায়ের নাম গায়ত্রী অধিকারী। অন্য কেউ আমার মা নন। আর একজন মা আছেন। বিবেকানন্দ বলে গিয়েছিলেন, ভারত মাতা। স্বামী বিবেকানন্দের আরাধ্য দেবী। মা বলতে হলে ভারত মাতাকে বলব। অন্য কাউকে মা বলতে পারব না।'
বিজেপির কেন্দ্রীয় নেতাদের তৃণমূলের 'বহিরাগত' কটাক্ষ নিয়ে শুভেন্দু মনে করিয়ে দেন, 'বাংলা কৃষ্টি-সংস্কৃতির জায়গা। সেই বাংলায় অমিত শাহজি, শিবপ্রকাশজি, কৈলাস বিজয়বর্গীয়, অমিত মালব্যকে বহিরাগত বলছে। আমি আগেই বলেছি, আগে ভারতীয়, পরে বাঙালি। এই বহুত্ববাদের সংস্কৃতিকে নষ্ট হতে দেব না।'
সাতগাছিয়ার সভায় ঠিক কী বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
ডায়মন্ড হারবারের সাংসদ মন্তব্য করেছিলেন,'দল সকলের কাছে মায়ের মতো। তৃণমূল কংগ্রেস সকলের মা। মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করলে ছেড়ে কথা বলবেন? নিজে উচ্চাকাঙক্ষী হয়ে অন্য দলের হয়ে তাবেদারি তল্পিবাহক হলে ছেড়ে কথা বলবেন? মায়ের সাথে বিশ্বাসঘাতকতা সহ্য করা যায় না। একটা বাংলা ছবির সংলাপ আছে, বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে পাওয়া যায় না। বিশ্বাসঘাতকতা করলে কড়ায়-গণ্ডায় জবাব দেওয়া হবে।'
আরও পড়ুন- খালি ভাইপোকে মুখ্যমন্ত্রী করার ভাবনা আপনার, ভোট আসতে আসতে একা হবেন: Shah