চন্দ্রকোনায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুন, অভিযোগ দলেরই বুথ সভাপতির বিরুদ্ধে

Updated By: Aug 27, 2017, 07:54 PM IST
চন্দ্রকোনায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুন, অভিযোগ দলেরই বুথ সভাপতির বিরুদ্ধে

ওয়েব ডেস্ক : চন্দ্রকোনায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুন। অভিযোগ দলেরই বুথ সভাপতির বিরুদ্ধে। সকালে রাস্তা আটকে বাঁশ-লাঠি দিয়ে ব্যাপক  মারধর। গ্রামবাসীরা ছুটে এলে আহতকে উদ্ধার করতে বাঁধা দেওয়া হয় বলে অভিযোগ। বেশ কয়েকজনকে আটক করে জেরা করছে পুলিস। সকালে চন্দ্রকোনার ছোট মইদা গ্রামে খুন হয়ে গেলেন এলাকার তৃণমূল নেতা তন্ময় কোলে। সকালে এক সঙ্গীকে  নিয়ে মোটর সাইকেলে করে রেশন আনতে যাচ্ছিলেন তিনি। গরুর গাড়ি দাঁড় করিয়ে পথ আটকে দেওয়া হয় তাঁর। অভিযোগ এলাকার তৃণমূল বুথ সভাপতি সান্টু কোলে সহ চোদ্দ পনের জন ঘিরে ধরে তাঁকে। শুরু হয় মার। মাটিতে লুটিয়ে পড়েন তন্ময় কোলে। অভিযোগ, গুরুতর জখম তন্ময় কোলেকে উদ্ধার করতে গেলে বাধা দেওয়া হয় গ্রামবাসীদের। খড়ের গাদায় ফেলে রাখা হয় তাঁকে।পরে পুলিস উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।

আরও পড়ুন রাজ্যের ৪২টি আসনের জন্য হেডমাস্টার ঠিক করে দিলেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব

অভিযুক্ত সান্টু কোলে CPM  ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সবর হয়েছিলেন তন্ময় কোলে। অভিযোগ ব্লক সভাপতিকে জানিয়েও লাভ হয়নি।স্থানীয় বিধায়ক অবশ্য এসব অভিযোগ মানছেন না। ঘটনার পর থেকেই গ্রামে টহল দিচ্ছে পুলিস।

আরও পড়ুন  পণের দাবির প্রতিবাদ করে আক্রান্ত গৃহবধূ

.