সুন্দরবনে তিন তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারের সাক্ষাত্ পেলেন পর্যটকরা
লকডাউনে মানুষের আনাগোনা কমেছে। তাই দক্ষিণ রায়ও দর্শন দিলেন অনেকক্ষণ ধরেই।
![সুন্দরবনে তিন তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারের সাক্ষাত্ পেলেন পর্যটকরা সুন্দরবনে তিন তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারের সাক্ষাত্ পেলেন পর্যটকরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/01/10/301045-indiatigercubs.jpg)
নিজস্ব প্রতিবেদন: ঘুরতে গিয়ে সুন্দরবনে বাঘ দেখা আর লটারিতে কোটি টাকা জেতা প্রায় একইরকম। শনিবার বিকেলে এমনই এক বিরল ঘটনার সাক্ষী রইল সুন্দরবনের দোবাঁকি। কুয়াশাঘেরা ম্যানগ্রোভ অরণ্যে একসঙ্গে তিন তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারের সাক্ষাত্ পেলেন পর্যটকরা। বলা যায় বছরের শুরুতেই মিলল দক্ষিণ রায়ের দেখা।
পর্যটকরা জানিয়েছেন, তাঁরা দেখেছেন নদী পারাপার করছে তিন তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার। স্থানীয় বাসিন্দাদের মতে এ ধরনের দৃশ্য প্রায় বিরল। খুশিতে আত্মহারা হয়ে যান পর্যটকরা। নদী পারাপারের ঘটনাকে ক্যামেরা বন্দী করেেছেন পর্যটকরা। ভিড়ের কারণে, শব্দে সাধারণত দূরেই থাকে বনের পশুরা। তবে লকডাউনে মানুষের আনাগোনা কমেছে। তাই দক্ষিণ রায়ও দর্শন দিলেন অনেকক্ষণ ধরেই।