২৪ ঘণ্টা ধরে পরীক্ষা দেওয়া নিয়ে আপত্তি UGC-র, ফের নিয়ম বদলাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়

জানানো হয়েছে, সে ক্ষেত্রে, প্রশ্ন আপলোড বা পড়ার জন্য কিছু অতিরিক্ত সময় দেওয়া যেতে পারে। কিন্তু, ২৪ ঘণ্টা সময় দেওয়া যাবে না। 

Updated By: Sep 18, 2020, 11:45 PM IST
২৪ ঘণ্টা ধরে পরীক্ষা দেওয়া নিয়ে আপত্তি UGC-র, ফের নিয়ম বদলাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নিয়ম বদলাচ্ছে। ফাইনাল সেমের পরীক্ষার নিয়মে বদলের নির্দেশ পাঠানো হয়েছে। ইউজিসি-র পাঠানো চিঠির ভিত্তিতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। পরীক্ষার জন্য ২৪ ঘণ্টা দেওয়াতে আপত্তি জানিয়েছে UGC। ৩ ঘণ্টায় পরীক্ষা নিতে হবে। প্রয়োজনে দু-ঘণ্টায় নেওয়া যেতে পারে। 

জানানো হয়েছে, সে ক্ষেত্রে, প্রশ্ন আপলোড বা পড়ার জন্য কিছু অতিরিক্ত সময় দেওয়া যেতে পারে। কিন্তু, ২৪ ঘণ্টা সময় দেওয়া যাবে না। রাজ্যকে চিঠিতে এমনটাই জানাল UGC। তারই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের।

আরও পড়ুন:  নিযুক্ত কমিটির অনুমতি ছাড়া কোনও নির্মাণ বা ভাঙার কাজ নয় বিশ্বভারতীতে, নির্দেশ হাইকোর্টের

বিশ্ববিদ্যালয় স্তরে পরীক্ষা নিয়ে দোটানা চলছিলই। অবশেষে UGC-র নির্দেশিকার ভিত্তিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। জানানো হয়েছিল হোয়াটসঅ্য়াপ এবং ই-মেল মারফত পরীক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হবে। সেই প্রশ্নের ভিত্তিতে গোটা একদিন সময় নিয়ে পরীক্ষা দিতে পারবে তাঁরা। সময় মতো অনলাইনে আপলোড বা ক্যাম্পাসে গিয়ে জমা দেওয়া যাবে উত্তরপত্র। তবে এই পদ্ধতি না পসন্দ UGC। আর সে মতোই ফের নিয়ম বদল করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।  

.