WB Assembly Election 2021: বৃহস্পতিবার বাড়তি নজর Nandigram-এ, মোতায়েন করা হচ্ছে ২২ কোম্পানি Central Force

নন্দীগ্রামের(Nandigram) বাড়ানো হচ্ছে সেক্টর অফিসারের সংখ্যা। মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) যে নিরাপত্তা পান  সেই নিরাপত্তারক্ষীরাও ভোটের দিন তাঁদের সঙ্গে থাকবেন

Updated By: Mar 30, 2021, 09:52 PM IST
WB Assembly Election 2021: বৃহস্পতিবার বাড়তি নজর Nandigram-এ, মোতায়েন করা হচ্ছে ২২ কোম্পানি Central Force

নিজস্ব প্রতিবেদন: রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায়  আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোটগ্রহণ। খোদ মুখ্যমন্ত্রী লড়াই করছেন ওই কেন্দ্রে। তাঁর বিরুদ্ধে লড়াই করছেন বিজেপির হেভিওয়াট প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিকে নজর রেখে নন্দীগ্রামের উপরে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। শুধুমাত্র নন্দীগ্রামেই মোতায়েন করা হচ্ছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন-'আরও ফোন করব', ভাইরাল 'প্রলয়'কাণ্ডে পাল্টা জবাব মমতার 

দ্বিতীয় দফায় ভোটের আগে আজ ৪ জেলার ডিএম-এসপিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব ও রাজ্যের ডিজি। দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঠিক হয়েছে ওই দুই প্রার্থী যখন বুথে বুথে ঘুরবেন তাখন তাঁদের যথেষ্ট নিরাপত্তা দেওয়া হবে।

আরও পড়ুন-'হেলান দিয়ে আছি, পড়ব না,' সভামঞ্চে হুইল চেয়ার ছেড়ে দেশভক্তির পাঠ Mamata-র    

বৈঠক সূত্রে খবর, নন্দীগ্রামের(Nandigram) বাড়ানো হচ্ছে সেক্টর অফিসারের সংখ্যা। মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) যে নিরাপত্তা পান  সেই নিরাপত্তারক্ষীরাও ভোটের দিন তাঁদের সঙ্গে থাকবেন। সবমিলিয়ে নিরাপত্তার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। শুধুমাত্র নন্দীগ্রামের জন্য মোতায়েন করা হচ্ছে ২২ কোম্পানি নিরাপত্তা বাহিনী।

.