চোখ রাখুন অ্যামাজনের এই প্রোডাক্টগুলিতে!
আজ থেকে অনলাইন শপিং জায়ান্ট অ্যামাজনে শুরু হল 'গ্রেট ইন্ডিয়ান সেল' বড় বড় ব্রান্ডের ওপর দেওয়া হচ্ছে এই ছাড়। চলবে ১৪ মে রাত ১১টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত।
ওয়েব ডেস্ক : আজ থেকে অনলাইন শপিং জায়ান্ট অ্যামাজনে শুরু হল 'গ্রেট ইন্ডিয়ান সেল' বড় বড় ব্রান্ডের ওপর দেওয়া হচ্ছে এই ছাড়। চলবে ১৪ মে রাত ১১টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত।
সংস্থার তরফে জানানো হয়েছে বিশ্বজুড়ে কম করেও ১ কোটি প্রোডাক্টের ওপর দেওয়া হচ্ছে এই ছাড়। কোনও বিভাগে কোনও কিছু কিনতে হলে আপনাকে ক্লিক করতে হবে Amazon.in-এ। আপনি মোবাইল অ্যাপের মাধ্যমেও যে কোনও প্রডাক্ট আপনি বুক করতে পারেন অ্যামাজন থেকে।
আরও পড়ুন- আবার 'নতুন বিপ্লব'-এর পথে জিও!
এ তো না হয় হল কেনার পদ্ধতি। কিন্তু কিনবেন কী?
হাজার হাজার জিনের মধ্যে সবথেকে ট্রেন্ডিং ১০টি প্রডাক্ট সম্পর্কে দেওয়া হল বিস্তারিত তথ্য-
১) অ্যাপেল আইফোন ৬(স্পেস গ্রে, ৩২জিবি)
আসল দাম ৩০ হাজার ৭০০ টাকা। কিন্তু, গ্রেট ইন্ডিয়ান সেল-এ দাম কমে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৯৯ টাকায়।
২) জেবিএল গো ওয়ারলেস স্পিকার
৩ হাজার ৪৯০ টাকার এই স্পিকারটি অ্যামাজন সেলে আপনি পাবেন মাত্র ১৭৯৯ টাকায়।
৩) সনি এমডিআর ইয়ারফোন
১৪৯০ টাকার এই ইয়ারফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ৬৪৯ টাকায়।
৪) অ্যাপেল স্মার্ট ওয়াচ স্পেস গ্রে
২৫ হাজার ৯০০ টাকার এই স্মর্ট ওয়াচটি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে পাওয়া যাচ্ছে মাত্র ২১ হাজার ৯০০ টাকায়।
৫) অ্যাপেল ম্যাকবুক প্রো (MF839HN), ১৩ ইঞ্চির ল্যাপটপ
১ লাখ ৬ হাজার ৯০০ টাকার এই ল্যাপটপটি অ্যামাজনে পাওয়া যাচ্ছে মাত্র ৯০ হাজার ৯০০ টাকায়।
৬) মোটো জি ফোর্থ জেনারেশন (২ জিবি RAM ও ১৬ জিবি ইন্টারন্যাল মেমরি)
দাম ছিল ১২ হাজার ৪৯৯ টাকার এই মোবাইলটি বর্তমানে পাওয়া যাচ্ছে ৯৯৯৯ টাকায়।
৭) লেনভো আইডিয়া প্যাড ১১০(১৫.৬ ইঞ্চি ল্যাপটপ)
৪৫ হাজার ২৯০ টাকার এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে মাত্র ৩৭ হাজার ৯৯০ টাকায়।
৮) স্যামসং গ্যালাক্সি সি৭ প্রো
৯ হাজার ৯৯০ টাকার এই মোবাইল ফোনটি অ্যামাজন সেলে পাওয়া যাচ্ছে মাত্র ২৫ হাজার ৯৯০ টাকায়।
৯) অ্যাপেল আইপ্যাড ট্যাবলেটের দাম ২৮ হাজার ৯০০ টাকা। সেখানে অ্যামাজন সেলে তা পাওয়া যাচ্ছে ২৬ হাজার ৯৯০টাকায়।
১০) অনলাইন বই পড়তে চান? তাহলে এখনই ১০ হাজার ৯৯৯ টাকার Kindle Paperwhite ppi-টি কিনে নিন ৮ হাজার ৯৯৯ টাকায়।
তাহলে আর দেরি কেনও এখনই লগ-ইন করুন অ্যামাজনে।