পৃথিবীর ঘেঁষে চলে গেল অ্যাসটেরয়েড

বড়সড় যাত্রীবাহী বিমানের আয়তনের একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেল। অ্যাসটেরয়েড ২০০৫ ওয়াই ইউ ৫৫ নামে এই গ্রহাণুটিকে নিয়ে যথেষ্ট কৌতূহল ছিল জ্যোতির্বিজ্ঞানীমহলে।

Updated By: Nov 9, 2011, 06:08 PM IST

বড়সড় যাত্রীবাহী বিমানের আয়তনের একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেল। অ্যাসটেরয়েড ২০০৫ ওয়াই ইউ ৫৫ নামে এই গ্রহাণুটিকে নিয়ে যথেষ্ট কৌতূহল ছিল জ্যোতির্বিজ্ঞানীমহলে।
গ্রহাণুটি মঙ্গলবার চাঁদের থেকেও  বেশি কাছে চলে আসে পৃথিবীর। পৃথিবীর সঙ্গে গ্রহাণুটির দুরত্ব ছিল  দুই লক্ষ এক হাজার মাইল। বিজ্ঞানীদের অনুমান কয়েক হাজার বছর ধরে এই গ্রহাণুটি পৃথিবীর আশপাশে নিজের কক্ষপথে ঘুরছে। মঙ্গলবার পৃথিবীর খুব কাছ দিয়ে গ্রহাণুটি যাওয়ার ফলে এটিকে পর্যবেক্ষণের ভাল সুযোগ পান বিজ্ঞানীরা। তাঁরা গ্রহাণুটির গতিপথ খতিয়ে দেখেন। নাসার বিজ্ঞানীদের দাবি, গত দুশো বছরে আর কোনও গ্রহাণু পৃথিবীর এত কাছ দিয়ে যায়নি। একটা সময় গুয়াতেমালার দক্ষিণ পশ্চিম অংশ থেকে এর দূরত্ব ছিল ৩৫০ মাইল।

.