ভারত মহাসাগর কাঁপিয়ে ফের ভূমিকম্প

ফের ভয়াবহ ভুমিকম্প ভারত মহাসাগরের গভীরে। বুধবার বেলা ২টো ০৮ মিনিট ৩৮ সেকেন্ডে রিখটার স্কেলে ৮.৭ তীব্রতার কম্পনের তীব্রতায় কেঁপে ওঠে ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলি। কম্পন অনুভূত হয় কলকাতা ও দেশের দক্ষিণ উপকূলের শহরগুলিতে। বান্দা আছে থেকে ৪৩৪ কিলোমিটার পশ্চিমে, সুমাত্রার পশ্চিম উপকূল ছিল কম্পনের উপকেন্দ্র।

Updated By: Apr 11, 2012, 04:13 PM IST

ফের ভয়াবহ ভুমিকম্প ভারত মহাসাগরের গভীরে। বুধবার বেলা ২টো ০৮ মিনিট ৩৮ সেকেন্ডে রিখটার স্কেলে ৮.৭ তীব্রতার কম্পনের তীব্রতায় কেঁপে ওঠে ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলি। কম্পন অনুভূত হয় কলকাতা ও দেশের দক্ষিণ উপকূলের শহরগুলিতে। বান্দা আছে থেকে ৪৩৪ কিলোমিটার পশ্চিমে, সুমাত্রার পশ্চিম উপকূল ছিল কম্পনের উপকেন্দ্র। তীব্রতায় ২০০৪ সালের বক্সিং ডে ভূমিকম্পের কাছাকাছি হলেও ভূমিকম্পের জেরে এখনও কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ভূমিকম্পের জেরে ভারত মহাসাগর সংলগ্ন ২৬টি দেশে সুনামির সতর্কতা জারি করে পেসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। যদিও ভূমিকম্পের ধরণ জানার পর সতর্কতা প্রত্যাহার করেন ভূকম্প বিশেষজ্ঞরা।
কম্পন অনুভূত হয়েছে গোটা দেশ জুড়ে। দক্ষিণ ভারতের উপকূলবর্তী শহরগুলিতে কম্পন অনুভূত হয়েছে। কম্পনের জেরে আতঙ্ক ছড়ায় বেশ কয়েকটি এলাকায়। ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়ায় কলকাতার বিভিন্ন একালাতেও। বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। নিরাপত্তার কারণে ৪৫ মিনিট বন্ধ ছিল মেট্রো চলাচল। বহুতলের বাসিন্দারা প্রায় ১ মিনিট কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন। সল্টলেকের সেক্টর ফাইভের কর্মীরা অফিস থেকে বেরিয়ে আসেন। তবে ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

.