প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী মোদী আজ বজ্রপাতের দেশে

আজ থেকে দুদিনের সফরে ভুটান যাচ্ছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। তবে প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট এয়ারইন্ডিয়া ওয়ান বিমানে নয়, নরেন্দ্র মোদী ভুটানের পারোতে পৌছবেন ছোট বিমানে। রানওয়ে ছোট হওয়ার কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Updated By: Jun 15, 2014, 11:02 AM IST

আজ থেকে দুদিনের সফরে ভুটান যাচ্ছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। তবে প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট এয়ারইন্ডিয়া ওয়ান বিমানে নয়, নরেন্দ্র মোদী ভুটানের পারোতে পৌছবেন ছোট বিমানে। রানওয়ে ছোট হওয়ার কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

পারোতে থেকে হেলিকপ্টারে থিম্পু যাবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে ভুটানে যাচ্ছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বিদেশ সচিব সুজাতা সিং। ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক এবং সেদেশের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী।

এছাড়াও ভুটানের ন্যাশনাল অ্যাসেম্বলি এবং ন্যাশনাল কাউন্সিলের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর এই সফরে ভুটানের সঙ্গে বাণিজ্য এবং জলবিদ্যুত্ প্রকল্প সহ একাধিক বিষয়ে আলোচনার কথা রয়েছে। তাঁর সরকারের বিদেশনীতিতে ভারত ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে গতকাল জানিয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভুটানও।

.