ভারতের চাপে নয়, কাশ্মীর নিয়ে মুখ বন্ধ করতে আমাকে বন্দি করেছিল পাকিস্তানই
ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে নয়, কাশ্মীর ইস্যুতে তাঁর কণ্ঠরোধ করতে তাঁকে গৃহবন্দি করেছিল পাকিস্তান সরকারই। নিজের আগের অবস্থান থেকে ডিগবাজি খেয়ে লাহৌরে এক জনসভায় বলল আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হাফিজ সইদ।
![ভারতের চাপে নয়, কাশ্মীর নিয়ে মুখ বন্ধ করতে আমাকে বন্দি করেছিল পাকিস্তানই ভারতের চাপে নয়, কাশ্মীর নিয়ে মুখ বন্ধ করতে আমাকে বন্দি করেছিল পাকিস্তানই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/02/03/107955-641863-hafiz-saeed.jpg)
ওয়েব ডেস্ক: ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে নয়, কাশ্মীর ইস্যুতে তাঁর কণ্ঠরোধ করতে তাঁকে গৃহবন্দি করেছিল পাকিস্তান সরকারই। নিজের আগের অবস্থান থেকে ডিগবাজি খেয়ে লাহৌরে এক জনসভায় বলল আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হাফিজ সইদ।
এর আগে তার গৃহবন্দি দশার জন্য ভারতের মোদী সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকারকে দায়ী করেছিল হাফিজ। অভিযোগ ছিল, আন্তর্জাতিক চাপের মুখেই তাকে গৃহবন্দি করে রেখেছিল পাক সরকার।
আরও পড়ুন - ঐত্রীর মৃত্যু অস্বাভাবিক, ময়নাতদন্তের রিপোর্টে ফাঁস আমরির চূড়ান্ত গাফিলতি
গত বছর জানুয়ারিতে জামাত - উদ - দাওয়া প্রধানকে গৃহবন্দি করে পাক সরকার। গত নভেম্বরে আদালতের নির্দেশে মুক্তি পায় সে। আর মুক্তি পেতেই পুরনো মেজাজে ভারতের বিরুদ্ধে বিষ উগরানো শুরু করে হাফিজ সইদ।