ক্যামেরার সামনে সেক্স করার জন্য যেদেশে মহিলাদের 'ধর্ষণ' করা হয়!
নীল ছবির দুনিয়া। পর্ন মুভি। মানেই কিন্তু দেহব্যবসা নয়। একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কিন্তু এদেশে অ্যাডাল্ট মুভি আর দেহব্যবসার মধ্যে সেই 'ফারাক'টা গুলিয়ে গেছে। এখানে পর্ন সিনেমায় নামতে বাধ্য করার জন্য মহিলাদের ধর্ষণ করা হয়। যেভাবে অত্যাচার করে নিষিদ্ধ পল্লিতে মেয়েদের দেহব্যবসায় নামতে বাধ্য করা হয়, ঠিক সেই একই ছবি।
![ক্যামেরার সামনে সেক্স করার জন্য যেদেশে মহিলাদের 'ধর্ষণ' করা হয়! ক্যামেরার সামনে সেক্স করার জন্য যেদেশে মহিলাদের 'ধর্ষণ' করা হয়!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/30/59292-o-rape-woman-facebook.jpg)
ওয়েব ডেস্ক : নীল ছবির দুনিয়া। পর্ন মুভি। মানেই কিন্তু দেহব্যবসা নয়। একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কিন্তু এদেশে অ্যাডাল্ট মুভি আর দেহব্যবসার মধ্যে সেই 'ফারাক'টা গুলিয়ে গেছে। এখানে পর্ন সিনেমায় নামতে বাধ্য করার জন্য মহিলাদের ধর্ষণ করা হয়। যেভাবে অত্যাচার করে নিষিদ্ধ পল্লিতে মেয়েদের দেহব্যবসায় নামতে বাধ্য করা হয়, ঠিক সেই একই ছবি।
দেশটার নাম জাপান। সম্প্রতি এক নীল ছবির সেটে হানা দেয় সেদেশের পুলিস। তখনই সামনে আসে ঘটনাটি। অভিনয় শিক্ষার বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান এর সঙ্গে যুক্ত বলে জানা গেছে। এই ঘটনা সামনে আসতে দেখা দিয়েছে চাঞ্চল্য। এই ঘটনার তীব্র নিন্দা করেছে মানবাধিকার কমিশন। গোটা ঘটনায় ক্ষমা চেয়েছে সে দেশের পর্ন ইন্ডাস্ট্রি।