জমি বিবাদের জেরে বারাসতে খুন ৩
জমি নিয়ে বিবাদের জেরে দুষ্কৃতীদের হাতে খুন হলেন একই পরিবারের তিন সদস্য। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বারাসতের খামারপাড়া এলাকায়। একটি জমিকে কেন্দ্র করে স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বিনয় বিশ্বাস।
জমি নিয়ে বিবাদের জেরে দুষ্কৃতীদের হাতে খুন হলেন একই পরিবারের তিন সদস্য। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বারাসতের খামারপাড়া এলাকায়। একটি জমিকে কেন্দ্র করে স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বিনয় বিশ্বাস।
অভিযোগ, স্থানীয় দুষ্কৃতী প্রভাস ঢালি ও তার দলবল বিনয় বিশ্বাসের বাড়িতে চড়াও হয়। শুরু হয় বোমাবাজি। ঘরে ঢুকে এলোপাথারি গুলি চালানোর পাশাপাশি ধারাল অস্ত্র দিয়েও আঘাত করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিনয় বিশ্বাস ও তাঁর মা তাপসী বিশ্বাসের। পরে হাসপাতালে মৃত্যু হয় বিনয়বাবুর বাবা অমৃত বিশ্বাসের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিনয়বাবুর স্ত্রী শিউলি বিশ্বাস। নিহত বিনয় বিশ্বাস তাদের দলীয় কর্মী বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
জানা গিয়েছে, জমিবিক্রি চক্রের টাকা ভাগ-বাটোয়ারার জেরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ঘটনা ঘটেছে। গত ৬ মাস ধরে রাজ্যের এক মন্ত্রীর ছত্রছায়ায় ওই এলাকায় খাসজমি ও বেসরকারি মালিকানাধীন জমি দখল করছিল ওই চক্র। এর পর জাল দলিল তৈরি করে মোটা টাকার বিনিময়ে সেই জমি বিক্রি করছিল চক্রের সদস্যরা। জমি বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিবাদের জেরেই গন্ডগোলের সূত্রপাত বলে অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্ত প্রভাত ঢালি ও নিহতরা তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে।