আগামী বিধানসভা নির্বাচনে ফিকে গেরুয়ায় রঙ ঢালতে রদবদল রাজ্য বিজেপির
তিন পুরনির্বাচনে ফলাফলে অশনি সঙ্কেত গেরুয়া শিবিরে। আগামী বিধানসভা নির্বাচনে বিরোধী হাওয়া জোরালো করার জন্য রদবদল শুরু করল বিজেপি।
![আগামী বিধানসভা নির্বাচনে ফিকে গেরুয়ায় রঙ ঢালতে রদবদল রাজ্য বিজেপির আগামী বিধানসভা নির্বাচনে ফিকে গেরুয়ায় রঙ ঢালতে রদবদল রাজ্য বিজেপির](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/10/13/43631-bjp13-10-15.jpg)
ওয়েব ডেস্ক: তিন পুরনির্বাচনে ফলাফলে অশনি সঙ্কেত গেরুয়া শিবিরে। আগামী বিধানসভা নির্বাচনে বিরোধী হাওয়া জোরালো করার জন্য রদবদল শুরু করল বিজেপি।
সাংগঠনিক নির্বাচনী প্রস্তুতির মধ্যেই রদবদল। সাংগঠনিক স্তরে রদবদল করল বিজেপি। সরানো হল সাত জেলার সভাপতিকে। বিধাননগর ও শিলিগুড়ির সভাপতি অপসারিত। দলীয় সূত্রে খবর, নির্বাচনে ভরাডুবির জেরেই এই রদবদল। কামদেব দত্তকে সরিয়ে বারাসতের নতুন সভাপতি হলেন প্রদীপ ব্যানার্জি।
শিলিগুড়ির নতুন সভাপতি অরুণপ্রসাদ সরকার। আগে ছিলেন রথীন বোস। পঞ্চানন হাঁসদাকে সরিয়ে ঝাড়গ্রামের নতুন সভাপতি করা হল শুভাশিস পালকে। বারাকপুরের নতুন সভাপতি সন্দীপ ব্যানার্জি। আগে ছিলেন অশোক দাস। নদিয়ার নতুন সভাপতি আশুতোষ পাল। আগে ছিলেন কল্যাণ নন্দী। গোপাল সরকারকে সরিয়ে কলকাতা উত্তর সুবার্বনের নতুন সভাপতি পরিতোষ চক্রবর্তী।
উত্তর-পূর্ব কলকাতার সভাপতির দায়িত্বে এলেন সুনীল রায়। আগে ছিলেন উমাশঙ্কর আগরওয়াল।