হাজার টাকার মাসিক চুক্তিতে বিকোচ্ছে মালদহের শিশুরা
পরিবারে লেগে রয়েছে নিত্য অনটন। সংসারের সব সদস্যদের দু বেলা অন্ন জোটে না। আর তাই মাত্র কয়েক হাজার টাকার মাসিক চুক্তিতে আট থেকে বারো বছরের ছেলেদের তুলে দেওয়া হচ্ছে এক চক্রের হাতে। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে মালদহের শিশু সুরক্ষা দফতরের রিপোর্টে।
![হাজার টাকার মাসিক চুক্তিতে বিকোচ্ছে মালদহের শিশুরা হাজার টাকার মাসিক চুক্তিতে বিকোচ্ছে মালদহের শিশুরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/12/12/46377-3childtrafficking.jpg)
ওয়েব ডেস্ক: পরিবারে লেগে রয়েছে নিত্য অনটন। সংসারের সব সদস্যদের দু বেলা অন্ন জোটে না। আর তাই মাত্র কয়েক হাজার টাকার মাসিক চুক্তিতে আট থেকে বারো বছরের ছেলেদের তুলে দেওয়া হচ্ছে এক চক্রের হাতে। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে মালদহের শিশু সুরক্ষা দফতরের রিপোর্টে।
সম্প্রতি মালদহের হরিশ্চন্দ্রপুরের বারোদুয়ারী গ্রাম থেকে নিখোজ হয়ে যায় চোদ্দটি শিশু। থানায় অভিযোগও দায়ের হয়নি। শিশু সুরক্ষা নিয়ে কাজ করতে গিয়ে বিষয়টি সামনে আসে একটি স্বেচ্ছাসেবী সংস্থার। জেলা শিশু সুরক্ষা দফতরকে জানালে শুরু হয় তদন্ত। ইতিমধ্যে বিহারের কাটিহারে রেল পুলিস আটক করে ওই ১৪টি শিশুকে। পরিচয় জানতে পেরে মালদহ প্রশাসনকে জানায় কাটিহার জিআরপি। তড়িঘড়ি কাটিহারের একটি হোম থেকে ওই চোদ্দটি শিশুকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে প্রশাসন। পরে তাদের তুলে দেওয়া হয় পরিবারের হাতেও।