বন্ধ কারখানা থেকে রোজ চুরি
সোদপুরের লাহা বাগানে বন্ধ কারখানা থেকে রোজ চুরি। পাশেই একটি বাড়ির ছাদ বেয়ে কারখানার ভিতর নেমে পড়ত দুষ্কৃতীরা। চুরির মাল নিয়ে ওই ছাদ বেয়েই পালিয়ে যেত তারা।এভাবেই চলছিল দিনের পর দিন। বাড়ির মালিক সুজিত কুণ্ডু ও তাঁর স্ত্রী সুপর্ণা কুণ্ডু আর সহ্য করতে পারেননি। গতকাল রাত দুটো নাগাদ দুষ্কৃতীদের বাধা দেন সুপর্ণা কুণ্ডু। দুষ্কৃতীরা তাঁর হাতে-গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। কাউকে জানালে খুন করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।খড়দহ থানায় ডায়রি করেছে কুণ্ডু পরিবার। তদন্তে নেমেছে পুলিস।
![বন্ধ কারখানা থেকে রোজ চুরি বন্ধ কারখানা থেকে রোজ চুরি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/12/06/46131-4dacoity.jpg)
ওয়েব ডেস্ক: সোদপুরের লাহা বাগানে বন্ধ কারখানা থেকে রোজ চুরি। পাশেই একটি বাড়ির ছাদ বেয়ে কারখানার ভিতর নেমে পড়ত দুষ্কৃতীরা। চুরির মাল নিয়ে ওই ছাদ বেয়েই পালিয়ে যেত তারা।এভাবেই চলছিল দিনের পর দিন। বাড়ির মালিক সুজিত কুণ্ডু ও তাঁর স্ত্রী সুপর্ণা কুণ্ডু আর সহ্য করতে পারেননি। গতকাল রাত দুটো নাগাদ দুষ্কৃতীদের বাধা দেন সুপর্ণা কুণ্ডু। দুষ্কৃতীরা তাঁর হাতে-গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। কাউকে জানালে খুন করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।খড়দহ থানায় ডায়রি করেছে কুণ্ডু পরিবার। তদন্তে নেমেছে পুলিস।