পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের পক্ষে সওয়াল বিজেপি প্রার্থীর, পাহাড় অশান্ত করার হুমকি গুরুংয়ের

রাজ্য সরকারের দমননীতি বন্ধ না হলে ফের পাহাড় অশান্ত করার হুমকি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। রবিবার সুকনায় বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়ার সমর্থনে নির্বাচনী জনসভা করে মোর্চা। সেখানে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের পক্ষে সওয়াল করেন বিজেপি প্রার্থী।

Updated By: Mar 31, 2014, 08:58 AM IST

রাজ্য সরকারের দমননীতি বন্ধ না হলে ফের পাহাড় অশান্ত করার হুমকি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। রবিবার সুকনায় বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়ার সমর্থনে নির্বাচনী জনসভা করে মোর্চা। সেখানে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের পক্ষে সওয়াল করেন বিজেপি প্রার্থী।

সমতলেও যে মোর্চার মজবুত সংগঠন, রবিবার সুকনার নির্বাচনী জনসভায় সেটাই প্রমাণ করার উদ্দেশ্য ছিল মোর্চার। আর তাই করল গোর্খা জনমুক্তি মোর্চা। ডুয়ার্স এবং পাহাড় থেকে ৩০ হাজার কর্মী সমর্থককে সুকনায় হাজির করালেন বিমল গুরুং, রোশন গিরিরা। সেই সভা থেকেই বিমল গুরুংয়ের হুমকি, রাজ্য সরকার দমননীতি বন্ধ না করলে ফের অশান্ত হবে পাহাড়।

ছত্তিসগড়, উত্তরাখণ্ড বা ঝাড়খণ্ড গঠনের সময় এনডিএ-তেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যভাগের বিপক্ষে থাকলে কেন তখন তিনি এই তিন রাজ্যের ভাগ মেনে নিয়েছিলেন? সুকনার সভায় প্রশ্ন তুললেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া। গোর্খাল্যান্ডও যে মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেবেন, সে ব্যাপারেও আশাবাদী দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী। গোর্খাদের বিদেশি বলার জন্য মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন এসএসআলুওয়ালিয়া।

.