নদিয়ায় গৃহবধূ খুনে তৃণমূল নেতা সহ ১১ জনের ফাঁসি

নদিয়ার ঘুঘড়াগাছিতে অপর্ণবাগ হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত ১১ জনের ফাঁসির আদেশ দিল কৃষ্ণনগর আদালত। ২০১৪, ২৩ নভেম্বর, কৃষ্ণগঞ্জের ঘুঘড়াগাছিতে জমি দখল করতে যায় লঙ্কেশ্বর ঘোষ ও তার দলবল।

Updated By: Feb 4, 2016, 05:41 PM IST
নদিয়ায় গৃহবধূ খুনে তৃণমূল নেতা সহ ১১ জনের ফাঁসি

ওয়েব ডেস্ক: নদিয়ার ঘুঘড়াগাছিতে অপর্ণবাগ হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত ১১ জনের ফাঁসির আদেশ দিল কৃষ্ণনগর আদালত। ২০১৪, ২৩ নভেম্বর, কৃষ্ণগঞ্জের ঘুঘড়াগাছিতে জমি দখল করতে যায় লঙ্কেশ্বর ঘোষ ও তার দলবল। জমির চাষিরা বাধা দিলে লঙ্কেশ্বর ঘোষ ও তার দলবল বোমা, গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অপর্ণা বাগ। গুরুতর আহত হন বেশ কয়েকজন। এই ঘটনায় গত ২ ফেব্রুয়ারি লঙ্কেশ্বর ঘোষ সহ ১১ জনকে দলবদ্ধ ভাবে খুন ও খুনের চেষ্টা ছাড়াও অস্ত্র আইন ও বিস্ফোরক আইনে দোষী সাব্যস্ত করে কৃষ্ণনগর আদালত। আজ দোষীদের শাস্তি ঘোষণা করল আদালত।

প্রায় ২২ বিঘের খাস জমি। সেই জমিতে চাষ করত ঘুঘড়াগাছির ৫৫টি পরিবার। সারা বছরের ভাত জোগায় বাইশ বিঘে। খানিকটা দূরেই ইছামতি নদি। ইছমাতি পুষ্ট ২২ বিঘে উর্বর সারাবাছর। সরকার থেকে অন্য কোনও সাহায্য মেলেনি কোনও দিন। কিন্তু এই সরকারি জমি বাঁচিয়ে রাখে। তাই অবৈধ হলেও জমির দখল ছাড়া মানে জীবন দেওয়া। আর এই জীবন দিতে না চেয়েই জীবন গেছে অপর্ণা বাগের।

.