কামদুনি, মধ্যমগ্রামের আতঙ্ক ফিরে এল গাইঘাটায়, বই কিনতে গিয়ে গণধর্ষণের শিকার ছাত্রী, ফের উন্মোচিত রাজ্যে নারী নিরাপত্তার বেহাল দশা

কামদুনি, মধ্যমগ্রামের পর গণধর্ষণের অভিযোগ এবার গাইঘাটায়। বই কিনতে গিয়ে গণধর্ষণের শিকার এক ছাত্রী। মধ্যমগ্রাম কাণ্ড নিয়ে শনিবার সন্ধেতেই জেলার পুলিস প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্র সচিব। ঠিক তখনই ৩০ কিলোমিটার দূরে, গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। পুলিস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে।

Updated By: Jan 13, 2014, 09:18 AM IST

কামদুনি, মধ্যমগ্রামের পর গণধর্ষণের অভিযোগ এবার গাইঘাটায়। বই কিনতে গিয়ে গণধর্ষণের শিকার এক ছাত্রী। মধ্যমগ্রাম কাণ্ড নিয়ে শনিবার সন্ধেতেই জেলার পুলিস প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্র সচিব। ঠিক তখনই ৩০ কিলোমিটার দূরে, গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। পুলিস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে।

সাতমাস আগে কামদুনিতে ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়। কয়েক মাস পরেই মধ্যমগ্রামকাণ্ড। বারবার গণধর্ষণের অভিযোগ উঠছে উত্তর চব্বিশ পরগণায়। এই পরিস্থিতিতে শনিবার সন্ধেয় জেলার পুলিস ও প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্র সচিব। এই বৈঠক যখন চলছে তখন বারাসত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে গাইঘাটা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন এক ছাত্রী।

শুক্রবার জিকো ও বলরাম নামে স্থানীয় দুই যুবকের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় করিয়ে দেয় তাঁরই এক বান্ধবী। তাদের সঙ্গে বইও কিনতে যান ওই ছাত্রী। অভিযোগ তাঁকে মটোরসাইকেলে তুলে নিয়ে যায় ওই দুই যুবক। একটি স্কুলের পিছনে নিয়ে তাঁর ওপর চলে অত্যাচার। সেখানে ছিল রাজ নামে আরও এক যুবক।

কিছু ছবি তুলে ওই যুবকরা তাঁকে ব্ল্যাকমেলও করে বলে অভিযোগ। শনিবার গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পুলিস তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের পাঁচ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে বনগাঁ আদালত।

নির্যাতিতার বাড়িতে পুলিসি নিরাপত্তার আশ্বাস দিয়েছে পুলিস। রবিবার বিকেলে ছাত্রীর বাড়িতে যান মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মধ্যমগ্রামের ঠিক পরেই গাইঘাটার ঘটনা আরও প্রশ্নের মুখে ফেলে দিল প্রশাসনকে।

.