বীরভূমে বিজেপির বাড়বাড়ন্ত রুখতে কৌশলের খোঁজে তৃণমূল

বীরভূমে বিজেপির বাড়বাড়ন্ত রুখতে করণীয় কী? সাংগঠনিক ও রাজনৈতিক স্তরে সেই কৌশলেরই খোঁজ শুরু করে দিল তৃণমূল। বোলপুরের সার্কিট হাউসে জেলার নেতাদের সঙ্গে বৈঠক করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। যদিও, তৃণমূলের দাবি, এটা রুটিন সাংগঠনিক বৈঠকের বেশি কিছু নয়।

Updated By: Oct 31, 2014, 09:19 PM IST
বীরভূমে বিজেপির বাড়বাড়ন্ত রুখতে কৌশলের খোঁজে তৃণমূল

বোলপুর: বীরভূমে বিজেপির বাড়বাড়ন্ত রুখতে করণীয় কী? সাংগঠনিক ও রাজনৈতিক স্তরে সেই কৌশলেরই খোঁজ শুরু করে দিল তৃণমূল। বোলপুরের সার্কিট হাউসে জেলার নেতাদের সঙ্গে বৈঠক করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। যদিও, তৃণমূলের দাবি, এটা রুটিন সাংগঠনিক বৈঠকের বেশি কিছু নয়।

আইনশৃঙ্খলার বালাই নেই। কার্যত মুক্তাঞ্চলের  পরিস্থিতি। জনজীবনে আতঙ্কের চোরাস্রোত। বীরভূমের পাড়ুই থানা এলাকায় দুহাজার সাতের নন্দীগ্রামের ছায়া দেখছেন অনেকে। নন্দীগ্রামের মতো এখানেও, কড়া চ্যালেঞ্জের মুখে শাসকদল। সেই রাজনৈতিক ফসল ঘরে তুলতে সচেষ্ট বিরোধীরা।

১৪৪ ধারা অগ্রাহ্য করে বুধবার মাখড়া গ্রামে ঢুকতে গিয়ে গ্রেফতার হন বাম প্রতিনিধিরা। বৃহস্পতিবার একইভাবে গ্রেফতার হয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। শনিবার মাখড়াগ্রামে যাচ্ছে কংগ্রেসও।

এই ত্রিফলা আক্রমণের মোকাবিলায় রাজনৈতিক কর্মসূচি নিল তৃণমূলও। শুক্রবার বীরভূমে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। বোলপুর সার্কিট হাউসে বৈঠক করলেন জেলার নেতাদের সঙ্গে। তবে বিতর্ক এড়াতে মাখড়ার পথ মাড়াননি তিনি।

তৃণমূলের দাবি, বীরভূমে মুকুল রায়ের সফর রুটিন সাংগঠনিক কর্মসূচি। এর সঙ্গে জেলার সাম্প্রতিক পরিস্থিতির কোনও যোগ নেই।

তবে, বোলপুর সার্কিট হাউসে মুকুল রায়ের সঙ্গে যাঁরা দেখা করলেন, তাঁদের অনেকের সঙ্গেই মাখড়া কাণ্ডের প্রত্যক্ষ যোগ রয়েছে। মুকুল রায় এদিন দেখা করেন মাখড়ায় নিহত তৃণমূল কর্মী সুলেমানের পরিবারের সঙ্গে। মাখড়াকাণ্ডে নাম জড়িয়েছে যাঁর, সেই জাফারুল শেখও দেখা করেন তৃণমূলের সাধারণ সম্পাদকের সঙ্গে।  

ঘটনাপ্রবাহ বলছে, বীরভূমে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে বিজেপি। লোকসভা ভোটেও যা ছিল ঘাসফুলের নিশ্ছিদ্র দুর্গ, চারমাস পরে সেই তার ফাটল দিয়েই উঁকি দিচ্ছে পদ্ম। এই পরিস্থিতিতে পাল্টা সাংদঠনিক ও রাজনৈতিক কৌশল কী হবে? অনুব্রত, মণিরুল, জাফারুলকে কি তাই বাতলে গেলেন মুকুল রায়?

 

.