আয়কর বাকি রাখায় অমিতাভকে নোটিস সুপ্রিম কোর্টের

অমিতাভ বচ্চনের নামে নোটিস জারি করল দেশের সর্বোচ্চ আদালত। আয়কর সংক্রান্ত মালায় বিগ বি-র নামে এই নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। প্রায় ১ কোটি ৬৬ লক্ষ টাকার আয়কর বাকি থাকায় অমিতাভের বিরুদ্ধে পিটিশন দাখিল করে আয়কর বিভাগ। সেই পিটিসনের ভিত্তিতেই নোটিস জারি করা হল।

Updated By: Jan 9, 2013, 01:13 PM IST

অমিতাভ বচ্চনের নামে নোটিস জারি করল দেশের সর্বোচ্চ আদালত। আয়কর সংক্রান্ত মালায় বিগ বি-র নামে এই নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। প্রায় ১ কোটি ৬৬ লক্ষ টাকার আয়কর বাকি থাকায় অমিতাভের বিরুদ্ধে পিটিশন দাখিল করে আয়কর বিভাগ। সেই পিটিসনের ভিত্তিতেই নোটিস জারি করা হল।
নোটিস পাওয়ার পর অবশ্য তাঁর বাকি থাকা ১ কোটি ৬৬ লক্ষ টাকার আয়কর জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সঙ্গে জানিয়েছেন, মৃত্যু এবং আয়কর দফতর, জীবনে এই দু’টি জিনিসকে এড়ানো যায় না৷
বিচারপতি ডি কে জৈন ও বিচারপতি মদন বি লোকুরের ডিভিশন বেঞ্চ এই নোটিস জারি করেন৷
প্রসঙ্গত, এর আগে ২০১০-এ আইটিএটি বলিউড শাহেনশার ওই আয়কর মকুব করে৷ সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার৷ গত বছরের ফেব্রুয়ারি মাসে সরকারের আবেদন খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট৷ তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আয়কর দফতর৷

.