Hero Alam : বেসুরো গানের 'গুঁতো'! হিরো আলমকে গ্রেফতারের দাবি বাংলাদেশে

 হিরো আলমকে আটকাতে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা (BOPS)।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 16, 2022, 02:26 PM IST
Hero Alam : বেসুরো গানের 'গুঁতো'! হিরো আলমকে গ্রেফতারের দাবি বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদন : হিরো আলম (Hero Alam)কে চেনেন নিশ্চয়? নেট দুনিয়ার বাঙালিরা হিরো আলমকে চেনেন না এমন অবশ্য খুব কম জনই আছেন। রবীন্দ্রসঙ্গীত, কিংবা অন্য কোনও জনপ্রিয় গান, কোনও কিছুই গাইতে ছাড়েন না হিরো আলম। আবার শুধু গান গেয়েই ক্ষান্ত থাকেন না তিনি, সঙ্গে জুড়ে দেন আজব সব ভিডিয়ো। নিমেষে ভাইরালও হয় হিরো আলমের সেই ভিডিয়োগুলি। তবে হিরো আলমের এই বেসুরো গানের গুঁতোয় তিতিবিরক্ত বাংলাদেশের একাংশের মানুষ। তাঁদের কথায়, দেশের সংস্কৃতির অসম্মান করছেন হিরো আলম। বহুবার নেট মাধ্যমেই হিরো আলমের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন, বাংলাদেশের সংস্কৃতিমনস্ক মানুষ। তবে লাভ কিছুই হয়নি। অগত্যা হিরো আলমকে আটকাতে মানববন্ধনের আয়োজন করল বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা (BOPS)।

আরও পড়ুন-জন্মলগ্নেই সন্তানের মৃত্যু, সদ্যোজাতকে হারিয়ে ভেঙে পড়লেন গায়ক বি প্রাক

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ১৪ জুন মঙ্গলবার ঢাকার প্রেস ক্লাবে মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থার সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, প্রযোজক, পরিচালক বিপ্লব শরিফ। সাধারণ সম্পাদক, ধারাভাষ্যকার আরিফুল ইসলাম কাজল সহ আরও অনেকে। সংগঠনের তরফে বলা হয়েছে , ''এতদিন হিরো আলমকে অন্যায়ভাবে প্রশয় দিয়েছেন অনেকেই। তারই ফল হিসাবে একের পর এক বেসুরো ও ভুল গান শুনতে হচ্ছে। এটাতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। শুধুই বেসরো গানই নয়, হিরো আলমের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। রবীন্দ্রসঙ্গীত বিকৃত করার অভিযোগে আমরা হিরো আলমকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।''

গ্রেফতারের দাবি ওঠার পর সোশ্যাল মিডিয়ায় এধরনের ভিডিয়ো পোস্ট করা কি বন্ধ করবেন হিরো আলম? এখন সেটাই দেখার...

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.