Iran: তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন? আমেরিকায় এবার বোমা ফেলবে ইরান!

Iran:   ইরানের সঙ্গে আমেরিকার শত্রুতা দীর্ঘদিনের।

Updated By: Feb 12, 2025, 09:18 PM IST
Iran: তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন? আমেরিকায় এবার বোমা ফেলবে ইরান!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্য়প্রাচ্যে অশান্তি মেঘ? নিশানায় আমেরিকা। মার্কিন মুলুকে এবার বোমা হামলার পাল্টা হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমিনি।

আরও পড়ুন:  India | Bangladesh: বড় ধাক্কা দেওয়ার 'ব্লু প্রিন্ট' বাংলাদেশে, সঙ্গে চিনও! ভারতে জন্য খুবই বিপজ্জনক...

ফের আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের পর, হোয়াউট হাইজে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একাধিকবার বৈঠকও সেরে ফেলেছেন তিনি। উদ্দেশ্য, ইরানের পারমাণবিক ক্ষমতা নিয়ন্ত্রণ। মার্কিন প্রেসিডেন্ট চান, ইরান যেন কোনওভাবেই পারমাণবিক শক্তি বৃদ্ধি ও মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারে। বস্তুত,  ট্র্যাম্প হুমকিও দিয়েছিল, প্রয়োজনে ইরানে বোমা হামলা করবে আমেরিকা। চুপ করে থাকল না ইরানও।

ইরানের সঙ্গে আমেরিকার শত্রুতা দীর্ঘদিনের। কিন্তু আগে কখনই সরাসরি বোমা হামলায় হুমকি দেয়নি দু'দেশ। ওয়াকিবহাল মহলের আশঙ্কা, এবার হয়তো সরাসরি সংঘাতে পথে হাঁটবে আমেরিকা ও ইরান। যার প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্যে, এমনকী এশিয়াতেও। ট্রাম্প প্রশাসনে নজর ইরানের তেল ভাণ্ডারে। যাতে কোনওভাবেই তারা পারমাণবিক শক্তি বাড়াতে না পারে। 

আরও পড়ুন:  Crime Against Humanity: গণঅভ্যুত্থানে ১৪০০-রও বেশি হত্যা! বিক্ষুব্ধদের 'খুন' ও তাঁদের লাশ গুমের নির্দেশ হাসিনারই ছিল? রাষ্ট্রসংঘ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.