করণের কাছে কত পারিশ্রমিক চাইছেন প্রভাস, শুনলে ঘুম উড়বে
![করণের কাছে কত পারিশ্রমিক চাইছেন প্রভাস, শুনলে ঘুম উড়বে করণের কাছে কত পারিশ্রমিক চাইছেন প্রভাস, শুনলে ঘুম উড়বে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/10/27/97114-karan-pravas.jpg)
সংবাদদাতা : ‘বাহুবলী’ এবং ‘বাহুবলী দ্য কনক্লুশন’ মুক্তি পাওয়ার পর থেকেই তাঁর জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। দক্ষিণী নায়ক হলেও তাই বলিউডের তাবড় পরিচালকদের অনেকেই এখন প্রভাসকে নিয়েই কাজ করতে চাইছেন। তার মধ্যে অন্যতম করণ জহর। কিন্তু, প্রবল ইচ্ছে থাকলেও করণ নাকি প্রভাসকে নিয়ে কাজ কিরতে পারছেন না!
সম্প্রতি বলিউডে এমনই গুঞ্জন শুরু হয়েছে। জানা যাচ্ছে, পরবর্তী সিনেমার জন্য প্রভাসকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করলেও, বাহুবলীর নায়ক যে পারিশ্রমিক চাইছেন, তা শুনে ঘুম উড়ছে অনেকরই।
আরও পড়ুন : ট্রেনে নাচতেন মাধুরী?
রিপোর্টে প্রকাশ, করণ জহরের হাত ধরে বলিউডে ডেবিউ করার জন্য প্রভাস নাকি ২০ কোটি পারিশ্রমিক চাইছেন। কিন্তু, দক্ষিণী নায়ককে ওই টাকা পারিশ্রমিক দিতে নারাজ করণ। আর সেই কারণেই নাকি করণের হাত ধরে প্রভাসের বলিউড ডেবিউ পিছিয়ে যাচ্ছে বলে খবর।
আরও পড়ুন : বলিউডে যৌন নিগ্রহ? বিস্ফোরক অভিনেত্রী
প্রসঙ্গত, বর্তমানে সাহু-র শুটিংয়ে ব্যস্ত প্রভাস। ওই সিনেমায় প্রভাসের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।