সুন্দরবনে ত্রাণ দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত ১, আহত প্রায় ১০

রাস্তায় বড় গর্তে চাকা পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। সকলের নিচে বেকায়দায় চাপা পড়ে যান লোকনাথ। 

Updated By: Jun 6, 2021, 11:40 AM IST
সুন্দরবনে ত্রাণ দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত ১, আহত প্রায় ১০

 নিজস্ব প্রতিবেদন: সুন্দরবনে ত্রাণ দিতে যাওয়ার সময় বিরাট দূর্ঘটনা। উল্টে যায় গাড়ি।  দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। ১৫ জন আহত বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। উল্টোডাঙা মুচিবাজারের নিউ গোল্ডেন স্টার ক্লাবের তরফে সুন্দরবনের মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কাকভোরেই ৩টে গাড়ি খাবার, জামা-কাপড় নিয়ে রওনা দেন। বাসন্তী হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন তাঁরা। সেখানেই ঘটকপুকুরের কাছে ভয়াবহ  দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। 

তিনটে গাড়ির মধ্যে একটি গাড়ি (ছোটা হাতি) উল্টে যায়। সেই গাড়ির মধ্যে ছিলেন ৭ থেকে ১০ জন। তার মধ্যে বছর ৩২ -র লোকনাথ নামের এক ব্যক্তি মারা গিয়েছেন দুর্ঘটনায়। জানা গিয়েছে, ২ বছর আগেই বিয়ে হয়েছে তাঁর। ৬ মাসের একটি সন্তানও রয়েছে। অন্যদিকে, রাজীব সাহা নামে এক ব্যক্তি গুরুতর আহত। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। 

আরও পড়ুন: আবার বাড়ল Petrol-Diesel-র দাম, কলকাতায় ১০০ ছুঁইছুঁই

ঘটনায় শোকের ছায়া পরিবারে।  একইভাবে ভেঙে পড়েছেন ক্লাবের সদস্যরা। ইয়াসের দাপটে সুন্দরবনে ঘরছাড়া মানুষের পাশে দাঁড়াতে, তাঁদের জন্য খাবার, জামা কাপড়, ওষুধপত্র,পানীয় জল তুলে দিতে যাচ্ছিলেন তাঁরা। সূত্রের খবর, রাস্তায় বড় গর্তে চাকা পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। সকলের নিচে বেকায়দায় চাপা পড়ে যান লোকনাথ। এরপরই পিছনের গাড়িতে থাকা লোকজন তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাঙ্গুর হাসপাতালে নিয়ে আসেন। বেড না থাকায় কিছুজনকে রুবি ও আর জি কর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.