Durga Puja 2024: তিন বছরেই হিট! নিউটাউনে এবার 'মৃচ্ছকটিকম'...

 Durga Puja 2024: মাত্র তিন বছর হয়েছে নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির, বিগত বছরেও কলকাতার বড় পুজোগুলির সঙ্গে একাসনে বসার জায়গা করে নিয়েছে নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো, এবারেও তা ব্যতিক্রম নয়। 

Updated By: Oct 5, 2024, 11:21 AM IST
Durga Puja 2024: তিন বছরেই হিট! নিউটাউনে এবার 'মৃচ্ছকটিকম'...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র তিন বছর হয়েছে নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির পথ চলা। এই বছরে তাঁদের বিষয় ভাবনা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের উজ্জয়নী নগরীর পরিপ্রেক্ষিতে লেখা নাট্যকার শূদ্রকের নাটক 'মৃচ্ছকটিকম' বা 'মাটির খেলনা গাড়ি'। 

আরও পড়ুন: Junior Doctors: 'দাবি না মানলে আমরণ অনশন', সরকারকে ডেডলাইন দিয়ে কর্মবিরতি প্রত্যাহার জুনিয়রদের...

গত ২ অক্টোবর নিউ টাউনের সিটি স্কোয়ারে এই পুজোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় যেখানে মণ্ডপের উদ্যোক্তারা সমাজের বিভিন্ন স্তরের ১০৮ জন সফল নারীকে শ্রদ্ধা, সম্মান জানিয়ে ও তাঁদের হাত দিয়ে ১০৮ টি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির সভাপতি শ্রী লক্ষীকান্ত কর এবং সম্পাদক শ্রী সমরেশ দাস মহাশয় উদ্বোধনী অনুষ্ঠানে আগত সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে উৎসবের দিনগুলিতে সৌভ্রাতৃত্বের বাতাবরণ তৈরি করে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি রক্ষা করতে আহ্বান জানান।

আরও পড়ুন: Mamata Banerjee: 'আমায় দেখবেন, গলা শুনতে পাবেন, কিন্তু...', AI প্রযুক্তিতে ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী...

এই মণ্ডপ টি তৈরি হয়েছে বাঁশ, খড় ও মাটি দিয়ে যা শিল্প ভাবনার বিচারে দেখলে দৃষ্টিনন্দন। মণ্ডপে প্রবেশের সঙ্গে সঙ্গে অজন্তা গুহার চিত্রপট এক নান্দনিক তাৎপর্য বহন করেছে। আশেপাশের দেওয়ালের ম্যুরাল প্রাচীন উজ্জয়নী নগরীর অবস্থান নির্দিষ্ট করে। বিগত বছরেও কলকাতার বড় পুজোগুলির সঙ্গে একাসনে বসার জায়গা করে নিয়েছে নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো, এবারেও তা ব্যতিক্রম নয়। 

আরও পড়ুন: Price hike: পুজোয় মূল্যবৃদ্ধি রুখতে তত্‍পর রাজ্য, শুক্রে টাস্ক ফোর্সের বৈঠকে মুখ্যসচিব

পুজোর উদ্বোধন ছাড়াও সমিতি তাঁদের চিরায়ত বৈশিষ্ট্য বজায় রেখে বিভিন্ন ফুড ব্লগারদের আমন্ত্রণ জানিয়ে উদ্বোধন করেন। এরই সঙ্গে তাঁদের আর এক অভিনব প্রচেষ্টা 'আহারে সর্বজনীন'।  মন্ডপ পরিদর্শনের সঙ্গে বাঙালি রসনার উপযুক্ত খাওয়া-দাওয়ার জন্য ফুড স্টল এবং মেলাও রয়েছে, যা ১৬ ই অক্টোবর পর্যন্ত চলবে। এই বিশাল মাঠে দর্শকদের অনেকক্ষণ ভালোভাবে সময় কাটানোর সুযোগ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: RGKar Scam: আরজি করে আর্থিক 'বেনিয়ম', CBI-র জালে তৃণমূল নেতা আশিস পাণ্ডে!

অনুষ্ঠানের শেষে 'শারদ পাতা' নামে সমিতি কর্তৃক প্রকাশিত একটি সুন্দর পত্রিকার আবরণ উন্মোচন করা হয়, যাতে বর্তমান সময়ের অনেক নামিদামি লেখকের লেখা রয়েছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.