Virat Kohli | India vs England 3rd ODI: ফর্মে ফিরেই কোহলির বিরাট ইতিহাস, ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে করলেন...

Virat Kohli Creates History In India vs England 3rd ODI: আহমেদাবাদে ফর্মে ফিরেই ইতিহাস লিখলেন বিরাট কোহলি...

Updated By: Feb 12, 2025, 03:28 PM IST
Virat Kohli | India vs England 3rd ODI: ফর্মে ফিরেই কোহলির বিরাট ইতিহাস, ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে করলেন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোহিত শর্মার (Rohit Sharma) ভারত তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে। নাগপুরে প্রথম ওডিআই ৪ উইকেটে জিতেছিল ভারত। গত রবিবার কটকেও ৪ উইকেটে জিতেছে রোহিতবাহিনী (India vs England 2nd ODI)। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরে ফেলেছিল টিম ইন্ডিয়া। আজ, বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে সিরিজের নিয়মরক্ষার ম্যাচ (India vs England 3rd ODI)। আর এই ম্যাচেই চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) আগে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন বিরাট কোহলি (Virat Kohli)। 

আরও পড়ুন: তাঁর কানে ছিল না iPhone! রোহিত শর্মার কোন মোবাইল? অনলাইনে মিলছে এই টাকায়...

এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে ইংল্যান্ড। প্রতিবেদন লেখার সময়ে পর্যন্ত ভারত ১৩ ওভারে ৭৯ রানে ১ উইকেট হারিয়েছে। রোহিত ও শুভমন গিল ওপেন করতে নেমেছিলেন। কটকে রোহিত ৯০ বল খেলে ১১৯ রান করেছিলেন। ৪৮৭ দিন পর ওডিআই সেঞ্চুরি করার পরের ম্যাচেই রোহিতের ফ্লপ শো দেখল প্রধানমন্ত্রীর নামাঙ্কিত স্টেডিয়াম। মার্ক উডের দুরন্ত সুইংয়ে খোঁচা দিয়ে রোহিত ফিরে যান মাত্র ১ রান করে। ফিল সল্টের হাতে তিনি ধরা পড়ে যান। 

রোহিতের মতোই বিরাটের ফর্মও ছিল রীতিমতো চিন্তার বিষয়। বর্ডার-গাভাসকর ট্রফিতে রানের খরার কারণেই, বিরাট-রোহিতকে রঞ্জি খেলতে পাঠিয়েছিল বিসিসিআই। অবশেষে রোহিতের পর বিরাট দেখলেন রানের মুখ। তিনে নেমে কোহলি ৫৫ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেন এদিন। দারুণ ছন্দেই ব্যাট করছিলেন তিনি। ৯৪.৫৪-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বিরাট। ইনিংস সাজিয়েছেন ৭ চার ও ১ ছক্কায়। মনে করা হচ্ছিল যে বিরাট এদিন হয়তো শতরান করে মাঠ ছাড়বেন। কিন্তু ১৮ নম্বর ওভারের শেষ বলে, তিনি উইকেট দিয়ে আসেন আদিল রশিদের বলে সল্টের হাতে ক্য়াচ তুলে দেন।  

ফর্মে ফিরেই কোহলি বিরাট ইতিহাস লিখলেন। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০০ রান করলেন তিনি। ইংরেজদের বিরুদ্ধে ৪০০০ রানের মাইলস্টোন তৈরি করা ষষ্ঠ ব্যাটার হলেন কোহলি। সব ফর্ম্যাট মিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলি ৮৭তম ম্যাচ খেলছেন। ৮টি সেঞ্চুরি এবং ২৩টি হাফ-সেঞ্চুরি করেছেন ৪১.২৩-এর গড়ে।

আরও পড়ুন: দুয়ারে চ্যাম্পিয়ন্স ট্রফি, কেঁপে গেল পাক পেস ট্রায়ো, আচমকাই দলের সুপারস্টার...

ইংল্যান্ডের বিপক্ষে সর্বাধিক আন্তর্জাতিক রান যাঁদের: 
১. ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া) ৬৩ ইনিংসে ৫০২৮ রান 
২. অ্যালান বর্ডার (অস্ট্রেলিয়া) - ১২৪ ইনিংসে ৪৮৫০ রান
৩. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) - ১১৪ ইনিংসে ৪৮১৫ রান
৪. ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) - ৮৪ ইনিংসে ৪৪৮৮ রান
৫. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) - ৯৯ ইনিংসে ৪১৪১ রান
৬. বিরাট কোহলি (ভারত) - ১০৯ ইনিংসে ৪০০১* রান

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.