রাজ্য সরকারের বিরুদ্ধে শনিবার বুদ্ধিজীবীদের বড় মিছিলের স্লোগান সিঙ্গুর থেকে মধ্যমগ্রাম
রাজ্যজুড়ে ঘটে চলেছে একের পর এক ধর্ষণের ঘটনা। অধিকাংশ ক্ষেত্রেই প্রশ্নের মুখে পুলিসের ভূমিকা। আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য সরকারের ব্যর্থতার প্রতিবাদে পথে নামতে চলেছেন বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের একাংশ। শনিবার ২১টি সংগঠন একসঙ্গে কলেজ স্ক্যোয়ার থেকে মিছিল করবে।
রাজ্যজুড়ে ঘটে চলেছে একের পর এক ধর্ষণের ঘটনা। অধিকাংশ ক্ষেত্রেই প্রশ্নের মুখে পুলিসের ভূমিকা। আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য সরকারের ব্যর্থতার প্রতিবাদে পথে নামতে চলেছেন বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের একাংশ। শনিবার ২১টি সংগঠন একসঙ্গে কলেজ স্ক্যোয়ার থেকে মিছিল করবে।
মিছিলের স্লোগান, সিঙ্গুর থেকে মধ্যমগ্রাম-শাসকই ধর্ষক। রাজনৈতিক রং নির্বিশেষে রাজ্যের সব মানুষকেই এই মিছিলে পা মেলানোর আবেদন জানিয়েছেন সংগঠকরা। যাঁরা মিছিলে হাঁটবেন, তাঁদের অনেকেই সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাস্তায় নেমেছিলেন। সেসময় তাঁদের স্লোগানে ছিল সিঙ্গুর থেকে নন্দীগ্রাম। এখন তার ব্যপ্তি বেড়ে হচ্ছে সিঙ্গুর থেকে মধ্যমগ্রাম।