সন্ধ্যায় ছিটেফোঁটা বৃষ্টির দেখা মিলল কলকাতায়
শনিবার বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের একাংশে আছড়ে পড়ল কালবৈশাখি
নিজস্ব প্রতিবেদন: কালবৈশাখি না হলেও বৃষ্টির দেখা মিলল কলকাতায়।
শনিবার সন্ধ্যা নটা নাগাদ ছিটেফোঁটা বৃষ্টি হল কলকাতার একটি বড় অংশে। সঙ্গে দমকা হওয়া। রাস্তা না ভিজলেও উত্তর কলকাতা থেকে দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি হল দক্ষিণ কলকাতা পর্যন্ত। ঘরফিরতি লোকজন বৃষ্টির আশা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফলে তাপমাত্রাও কমার সম্ভাবনা নেই।
আরও পড়ুন-Zee India Conclave: হারের পর ধাক্কা খেয়েছে 'যোগী ব্র্যান্ড', স্বীকারোক্তি আদিত্যনাথের
এদিকে, শনিবার বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের একাংশে আছড়ে পড়ল কালবৈশাখি। বৃষ্টির দাপটে দুর্গাপুর ও বাঁকুড়ার একাংশে তাপমাত্রা কমলেও বিদ্যুৎ বিভ্রাট হয় বেশকিছু জায়গায়।
ঝড়ের পর বেশ কিছুক্ষণ ধরে প্রবল বৃষ্টি হয় পশ্চিম বর্ধমানের একাংশ ও বাঁকুড়ার কয়েকটি এলাকায়। তবে ঝড়ে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।