West Bengal Election 2021: খোশ মেজাজে চোটগ্রস্ত বাঁ পা দোলাচ্ছেন Mamata, ভাইরাল ভিডিয়ো
নন্দীগ্রামে বাঁ পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
![West Bengal Election 2021: খোশ মেজাজে চোটগ্রস্ত বাঁ পা দোলাচ্ছেন Mamata, ভাইরাল ভিডিয়ো West Bengal Election 2021: খোশ মেজাজে চোটগ্রস্ত বাঁ পা দোলাচ্ছেন Mamata, ভাইরাল ভিডিয়ো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/02/314451-mamataleg.jpg)
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল একটি ভিডিয়োয়। ওই ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, আঘাত পাওয়া বাঁ পা দোলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির (BJP) দাবি, নন্দীগ্রামে ভোটপ্রক্রিয়া চলাকালীন দলীয় কর্মীদের সঙ্গে যখন আলোচনা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তখন এই ভিডিয়োটি তোলা। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা ডিজিটাল।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, দলীয় কর্মীদের খোশমেজাজে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। চায়ের অর্ডার দিচ্ছেন। চোটগ্রস্ত বাঁ পা দোলাচ্ছেন। তারপর ডান পা, বাঁ পায়ের উপরে তুললেন। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা ডিজিটাল।
পা দোলাচ্ছেন মমতা, ভাইরাল ভিডিয়ো
ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা pic.twitter.com/DojCXqvP4h
— zee24ghanta (@Zee24Ghanta) April 2, 2021
ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পা দোলানোর ভিডিয়োটি পোস্ট করেছেন বিজেপি নেতা প্রণয় রায়। তাঁর কথায়,'আমি জ্যোতিষী নই। কিন্তু, একাধিক টিভি চ্যানেলে অনেক আগেই আমি বলেছিলাম নন্দীগ্রামের ভোট হয়ে গেলেই পা ঠিক হয়ে যাবে। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি। একটাই অনুরোধ যাঁরা নিজেদের যোগ্যতায় পুলিশের চাকরি পেয়েছেন, তাঁদের অন্তত হুইলচেয়ার ঠেলিয়ে কষ্ট দেবেন না।' মমতার এই ভাইরাল ভিডিয়ো নিয়ে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
গত ১০ মার্চ নন্দীগ্রামে বাঁ পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি। এসএসকেএমে চিকিৎসার পর বাঁ পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে চেপে প্রচার করছেন তৃণমূল নেত্রী।