Kerala Shocker: উলঙ্গ করে নাচ, যৌনাঙ্গে ঝোলানো ডাম্বেল! নির্মম র্যাগিংয়ের ছবি সরকারি কলেজে...
Kerala Shocker: ওই কলেজে রোজই একাধিক পড়ুয়া এইভাবেই নির্মম অত্যাচারের শিকার হত। মোট ৫ পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। এমনকি সিনিয়াররা মদ তোলার জন্য টাকাও তুলত জুনিয়ারদের থেকে।
![Kerala Shocker: উলঙ্গ করে নাচ, যৌনাঙ্গে ঝোলানো ডাম্বেল! নির্মম র্যাগিংয়ের ছবি সরকারি কলেজে... Kerala Shocker: উলঙ্গ করে নাচ, যৌনাঙ্গে ঝোলানো ডাম্বেল! নির্মম র্যাগিংয়ের ছবি সরকারি কলেজে...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/12/520940-kerala.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উলঙ্গ করে নাচানো, যৌনাঙ্গ থেকে ঝোলানো হল ডাম্বেল, জ্যামিতি বক্সের কম্পাস দিয়ে বারবার কোপানো হয়েছে। ভয়ঙ্কর বললেও খুব কম হবে। বিগত তিনমাস ধরে এভাবেই চলত র্যাগিং। এভাবেই অত্যাচারের শিকার হত কলেজে নতুনরা।
আরও পড়ুন: সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ বিতর্ক নয়া মোড়! মহিলাকর্মীদের সবেতন ওয়র্ক ফ্রম হোম চালুর পথে রাজ্য
ঘটনাটি, কেরলের কোট্টায়ামের একটি সরকারি নার্সিং কলেজের। জানা গিয়েছে, ওই কলেজে রোজই একাধিক পড়ুয়া এইভাবেই নির্মম অত্যাচারের শিকার হত। অভিযোগকারি ছাত্ররা সকলেই তিরুবনন্তপুরমের বাসিন্দা। তাঁরা অভিযোগ জানিয়েছেন, ২০২৪ সালের নভেম্বরে তাঁদের কোর্স শুরু হয়েছে। এরপর থেকেই তাঁদের উপর ভয়াবহ আক্রমণ চালাচ্ছে সিনিয়র ছাত্ররা। প্রায় তিন মাস ধরেই এই রকম কাণ্ড করছে তাঁরা। ছাত্রদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজেরই তিনজন প্রথমবর্ষের ছাত্রদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন: 'মোদীর প্লেন উড়িয়ে দেব!' মুম্বই পুলিসের কাছে নাশকতার ভয়ংকর হুমকি...
পুলিস সূত্রে জানা যায়, কাটা জায়গায় এমন লোশন লাগিয়ে দেওয়া হত, যাতে আরও জ্বালা করে। যন্ত্রণায় চিৎকার করলে মুখেও ঢেলে দেওয়া হত ওই লোশন। মোট ৫ পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। এমনকি সিনিয়াররা মদ তোলার জন্য টাকাও তুলত জুনিয়ারদের থেকে। এত কিছু কীভাবে কলেজ কর্তৃপক্ষের চোখের আড়ালে ঘটে গেল সেই প্রশ্নই এখন উঠছে।
দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)