তাজমহল রক্ষায় আন্দোলন
আর মাত্র বছর পাঁচেক! তারপরই হুড়মুডি়য়ে ভেঙে পড়তে পারে তাজমহল ! ৩৫৮ বছরের পুরনো প্রেমের সৌধ পাকাপাকিভাবে চলে যেতে পারে ইতিহাসের গর্ভে। পরিবেশবিদদের একাংশের তরফে এমনই আশঙ্কার কথা শোনা গিয়েছে।
আর মাত্র বছর পাঁচেক! তারপরই হুড়মুডি়য়ে ভেঙে পড়তে পারে তাজমহল ! ৩৫৮ বছরের পুরনো প্রেমের সৌধ পাকাপাকিভাবে চলে যেতে পারে ইতিহাসের গর্ভে।
পরিবেশবিদদের একাংশের তরফে এমনই আশঙ্কার কথা শোনা গিয়েছে। তাঁদের মতে, পরিবেশ দূষণ এবং ভূমিক্ষয়ের কারণে ক্রমশই দূর্বল হচ্ছে শাহজাহান-মমতাজের
সমাধিস্থলের ভিত্তি। পার্শ্ববর্তী যমুনা নদে জলের অভাব এবং দূষণ তাজের অস্তিত্বের সংকটকে আরও প্রকট করেছে। এই পরিস্থিতিতে বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকায় ঠাঁই
পাওয়া মহার্ঘ শ্বেত পাথরের সুরম্য স্মৃতিসৌধটিকে রক্ষা করতে এক অভিনব আন্দোলনে সামিল হয়েছেন আগ্রার মানুষ। যার নেতৃত্বে রয়েছেন স্থানীয় সাংসদ রামশঙ্কর কাটারিয়া। তাঁর দাবি, প্রতি বছর দেশবিদেশের প্রায় ৪০ লক্ষ পর্যটক আসেন তাজ দর্শনে। তাই তাঁদের কথা ভেবে তাজ রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকারের।