President Rule in Manipur: অশান্ত মণিপুরে অবশেষে জারি রাষ্ট্রপতি শাসন!

মণিপুরে লাগাতার অশান্তি। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার পর, এবার রাষ্ট্রপতি জারি হল উত্তর-পূর্বে এই রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর বয়ানে লেখা, 'আমি মণিপুরের রাজ্যপালের থেকে রিপোর্ট পেয়েছি। ওই রিপোর্ট দেখে এবং অন্য তথ্যগুলির ভিত্তিতে আমার মনে হয়েছে, সংবিধান অনুসারে সেখানে সরকার চালানো সম্ভব হচ্ছে না'।

Updated By: Feb 13, 2025, 09:44 PM IST
President Rule in Manipur: অশান্ত মণিপুরে অবশেষে জারি রাষ্ট্রপতি শাসন!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মণিপুরে লাগাতার অশান্তি। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার পর, এবার রাষ্ট্রপতি জারি হল উত্তর-পূর্বে এই রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর বয়ানে লেখা, 'আমি মণিপুরের রাজ্যপালের থেকে রিপোর্ট পেয়েছি। ওই রিপোর্ট দেখে এবং অন্য তথ্যগুলির ভিত্তিতে আমার মনে হয়েছে, সংবিধান অনুসারে সেখানে সরকার চালানো সম্ভব হচ্ছে না'।

আরও পড়ুন:  Union Budget 2025: বাজেট বঞ্চনার পাল্টা জবাব, নির্মলাকে থামালেন ডেরেক! রাজ্যসভায় তরজা তুঙ্গে..

দেড় বছরেরও বেশ সময় পার। জাতি সংঘর্ষে এখনও উত্তপ্ত মণিপুর। পরিস্থিতি কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? দলের ভিতরে ও বাইরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং  রীতিমতো দ্বিমুখী চাপে মুখে পড়েছিলেন বলেই সূত্রের খবর। তারপরই  বিধানসভায় আনাস্থা প্রস্তাব আনার চিন্তাভাবনা শুরু করেছিল বিরোধী কংগ্রেস! এই পরিস্থিতিতে রবিবার দিল্লিতে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন বীরেন। সঙ্গে ছিলেন বিজেপি ও নাগা পিপল্‌স ফ্রন্ট (এনপিএফ)-এর ১৪ জন বিধায়ক। এর সেই বৈঠক সেরে ইম্ফলে ফিরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা। 

আরও পড়ুন:  Metro fare reduce: কমছে মেট্রো ভাড়া! কার্যকর ভ্যালেনটাইনস ডে থেকেই...

এদিকে মণিপুর বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির। চাইলেই নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে পারত গেরুয়াশিবির। বস্তুত, সে চেষ্টা হয়নি, তা নয়। মণিপুরের দলের বিধায়কদের সঙ্গে কয়েক দফায় বৈঠকে করেছেন সে রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিক পাত্র। মঙ্গলবার জ্য সভাপতি এ সারদা দেবীকে নিয়ে রাজ্যপালের সঙ্গেও দেখা করেন তিনি। কিন্তু শেষপর্যন্ত এন বীরেন সিংয়ে জায়গায় নতুন মুখ্যমন্ত্রী নাম চুড়ান্ত করা যায়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.