সোশ্যাল মিডিয়াতে 'কোড অফ কন্ডাক্ট' চালু করার প্রস্তাব নির্বাচন কমিশনের!
সেখানেই সোশ্যাল মিডিয়ার জন্য পৃথক আচরণ বিধির এই প্রস্তাব দেওয়া হয়।
![সোশ্যাল মিডিয়াতে 'কোড অফ কন্ডাক্ট' চালু করার প্রস্তাব নির্বাচন কমিশনের! সোশ্যাল মিডিয়াতে 'কোড অফ কন্ডাক্ট' চালু করার প্রস্তাব নির্বাচন কমিশনের!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/20/181852-1.jpg)
নিজস্ব প্রতিবেদন : নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই আচরণ বিধি নিয়ে তত্পর নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ব্যবহার যাতে একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, তার জন্য এবার আরও তৎপর নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ায় নির্বাচন সংক্রান্ত যে কোনও রকম তথ্য নিয়ন্ত্রণে রাখতে এবার মডেল 'কোড অফ কন্ডাক্ট' এর মতো ব্যবস্থা চালু করার প্রস্তাব দিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া।
মঙ্গলবার নয়া দিল্লিতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ দেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে কমিশন। সেখানেই সোশ্যাল মিডিয়ার জন্য পৃথক আচরণ বিধির এই প্রস্তাব দেওয়া হয়। এই আচরণবিধি মেনেই প্রতিটি রাজনৈতিক দল বা প্রার্থী এবং প্রত্যেক নাগরিককে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। কেউ আচরণ বিধি ভাঙলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মঙ্গলবারের বৈঠকে এই নিয়েও আলোচনা হয় যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি স্বতঃপ্রণোদিত ভাবে একটি খসড়া চুক্তি করবে। যেখানে তারা এটা বলবে যে সোশ্যাল মিডিয়াকে কোনও ভাবেই কেউই নির্বাচনের জন্য অপব্যবহার করবে না।
আরও পড়ুন - পুলওয়ামায় জঙ্গি হামলার শোক, হোলির উত্সব বাতিল রাজনাথের