আজ বিকেলেই মহাকাশে পাড়ি দেবে দক্ষিণ এশিয় উপগ্রহ GSAT 9
কাউন্টডাউন প্রায় শেষ। আজ বিকেলেই মহাকাশে পাড়ি দেবে দক্ষিণ এশিয় উপগ্রহ GSAT 9 । বিকেল ৪টে ৫৭ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে এই উপগ্রহের উত্ক্ষেপণ। GSLV-F 09 রকেটে চড়েই মহাকাশে পাড়ি দেবে সার্ক দেশগুলোর জন্য তৈরি হওয়া উপগ্রহ GSAT 9 ।
ওয়েব ডেস্ক: কাউন্টডাউন প্রায় শেষ। আজ বিকেলেই মহাকাশে পাড়ি দেবে দক্ষিণ এশিয় উপগ্রহ GSAT 9 । বিকেল ৪টে ৫৭ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে এই উপগ্রহের উত্ক্ষেপণ। GSLV-F 09 রকেটে চড়েই মহাকাশে পাড়ি দেবে সার্ক দেশগুলোর জন্য তৈরি হওয়া উপগ্রহ GSAT 9 ।
ভারতের পাশাপাশি বিশাল এই কর্মযজ্ঞের শরিক নেপাল , ভুটান , বাংলাদেশ , আফগানিস্তান , মালদীপ এবং শ্রীলঙ্কা। নেই শুধু পাকিস্তান । প্রকল্পের খরচ আনুমানিক ২৩৫ কোটি টাকা। যে কোনও ধরনের দুর্যোগ, বিপর্যয়ের আগাম খবর এবং সার্ক দেশগুলির মধ্যে সংযোগ স্থাপনের অন্যতম মাধ্যম হয়ে উঠবে এই উপগ্রহ । গতকাল বেলা ১২টা ৫৭ থেকে শুরু হয়েছে কাউন্টডাউন। প্রতিক্ষার প্রহর গুনছে ISRO ।