নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে নেই শামি-উমেশ, ফিরলেন শার্দুল ঠাকুর
নিজস্ব প্রতিবেদন: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। শনিবার বিসিসিআই ১৫ জনের যে দল ঘোষণা করেছে তাতে নেই মহম্মদ শামি ও উমেশ যাদব। দু'জনই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিমে ছিলেন। পাশাপাশি যুবরাজ সিং, সুরেশ রায়না ও রবিচন্দ্রন অশ্বিনও দলে স্থান পাননি।
আরও পড়ুন-মুকুলকে দলে নেওয়া নিয়ে রাজ্য বিজেপিতে তোলপাড়, আসছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা
অস্ট্রেলিয়া সিরিজে অক্ষর প্যাটেল আহত হওয়ার পর দলে এসেছিলেন রবীন্দ্র জাদেজা। পনেরো জনের দলে স্থান পাননি তিনিও। তবে দলে ফিরেছেন মুম্বইয়ের পেসার শার্দুল ঠাকুর। অস্ট্রেলিয়া সিরিজে প্রথম তিনটি ম্যাচে দলে ছিলেন দীনেশ কার্তিক। তিনি এবার দলে থাকছেন। ফিরছেন শিখর ধাওয়ানও।
উল্লেখ্য, আগামী ২২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত-নিউ জিল্যান্ড ৩ ম্যাচের একদিনের সিরিজ। প্রথম খেলাটি হবে মুম্বইয়ে। পুণে ও কানপুরে হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।
ভারতীয় দল
বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, মণীশ পাণ্ডে, কেদার যাদব, দীনেশ কার্তিক, এম এস ধোনি, হার্দিক প্যাটেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যঝুবেন্দ্র চাহল, যশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও শার্দুল ঠাকুর।
অারও পড়ুন-ইউপিএ সরকারে প্রধানমন্ত্রী হিসেবে প্রণবই ছিলেন যোগ্যতম প্রার্থী : মনমোহন সিং