ইডেন টেস্ট: চালকের আসনে ভারত
ইডেন টেস্টের দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হল খারাপ আলোর জন্য। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের স্কোর দুই উইকেটে চৌঁত্রিশ রান। বারাতকে আউট করে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ধাক্কা দেন উমেশ যাদব।
ইডেন টেস্টের দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হল খারাপ আলোর জন্য। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের স্কোর দুই উইকেটে চৌঁত্রিশ রান। বারাতকে আউট করে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ধাক্কা দেন উমেশ যাদব। তারপর ব্রেথওয়েটকে আউট করেন অশ্বিন। এর আগে প্রথম ইনিংসে সাত উইকেটে ছশো একত্রিশ রান তুলে ডিক্লেয়ার দিয়ে দেয় ধোনি ব্রিগেড।
প্রথম দিন রাহুল দ্রাবিড় শতরান করার পর, দ্বিতীয় দিন শতরান করেন ভিভিএস লক্ষ্মণ আর মহেন্দ্র সিং ধোনি। ষষ্ঠ উইকেটে দুশো চব্বিশ রান যোগ করেন ভারতের এই দুই ব্যাটসম্যান। ধোনি একশো চুয়াল্লিশ রানে আউট হয়ে গেলেও, ভিভিএস লক্ষ্মণ একশো ছিয়াত্তর রানে অপারজিত থেকে যান। জবাবে ব্যাট করতে নেমে তাড়াতাড়ি দুই উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের খেলায় খারাপ আলোর জন্য বেশ কিছুটা সময়ে নষ্ট হওয়ায়, আগামিকাল খেলা আধ ঘন্টা আগে আরম্ভ হবে।